আজ শুক্রবার ১৫ই চৈত্র, ১৪৩০, ২৯শে মার্চ ২০২৪

শিরোনাম:
কামারিয়া ইউনিয়নকে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করছে ইউপি চেয়ারম্যান আজহার খুলনার মাকসিদুলের বিভীষিকাময় ২৪ ঘণ্টা : গৌরীপুরেটর্চারসেল থেকে আবারও যুবক উদ্ধার \ গ্রেফতার-১ মুক্তিযুদ্ধা মেজবা উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গৌরীপুরে বিএমএসএফের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ময়মনসিংহে মেধা ও যোগ্যতায় পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেলেন ১২৮ জন পুলিশের উর্দ্বতন কর্মকর্তা পরিচয়ে ফেইসবুকে প্রতারণা।  ডিবির হাতে গ্রেফতার মসিকের উদ্যোগে ৫৫০ টাকা কেজি গরুর মাংস বিক্রি শুরু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হলেন ময়মনসিংহের রাকিবুল হাসান মিলন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস :গৌরীপুরে পতাকা মিছিল ও সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৮, ২০২২, ৯:০৯ অপরাহ্ণ




গৌরীপুরে জিপিএ-৫ পায়নি ২১ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী! উপজেলায় পাশের হার ৮৩.৯৩, জিপিএ-৫ পেলো ৪৩৯জন

সোমবার (২৮ নভেম্বর/২০২২) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার জিপিএ-৫ ময়মনসিংহের গৌরীপুর দ্বিগুণ। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪৩৯জন। গতবছর জিপিএ-৫ পেয়েছিলো ২২৩। এবার উপজেলায় মোট পরীক্ষার্থী ছিলো ৪হাজার ৮৫০জন। পাশ করেছে ৪হাজার ২১৬জন। পাশের হার ৮৩.৯৩শতাংশ। উচ্চ বিদ্যালয়ে ৩৮০জন, মাদরাসায় ৮জন ও কারিগরী শিক্ষা বোর্ডে ৫০জন। উপজেলায় মোট পরীক্ষার্থী ছিলো ৪হাজার ৮৫০জন। পাশ করেছে ৪হাজার ২১৬জন। পাশের হার ৮৩.৯৩শতাংশ। ৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২১টি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
গতবারের পরীক্ষায় ৩৪টি উচ্চ বিদ্যালয়ের ৪হাজার ১১৭জন পরীক্ষার্থীর মধ্যে ৪হাজার ২৩জন পাশ করে। পাশের হার ৯৭.৭০শতাংশ। জিপিএ-৫ পায় ২১০জন। ১৬টি মাদরাসার ৪৮২জনের মধ্যে ৪৩৮জন পাশ করে। পাশের হার ৯০.৮৭শতাংশ। ৫টি কারিগরী বিদ্যালয়ের ৭৫০জনের মধ্যে পাশ করে ৬৯২জন। পাশের হার ৯২.২৭শতাংশ।

এবারও উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬৯জন ও দ্বিতীয় অবস্থানে গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয় ৫৯জন, তৃতীয়স্থানে মনাটি উচ্চ বিদ্যালয় ৩৯জন আর চতুর্থস্থানে গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৩৩জন। একমাত্র শতভাগ পাসের রেকর্ড করেছে রাইশিমুল দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসা। এ মাদরাসার ৩১জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম, উপজেলায় এসএসসিতে ৩হাজার ৫৯৩জনের মধ্যে ৩হাজার ১০৮জন পাশ করেছে। পাশের হার ৮৬.৪৩শতাংশ। মাদরাসা বোর্ডের অধিনে দাখিলে ৫২১জনের মধ্যে পাশ করেছে ৪৬২জন। পাশের হার ৮৮.৬৭শতাংশ ও কারিগরী বোর্ডের অধিনে এসএসসিতে ৭৩৬জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪৬জন পাশ করেছে। পাশের হার ৮৭.৭৭শতাংশ।

এদিকে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়ায় গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামূল হক সরকার ও বিদ্যালয় শিক্ষক, পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। এসময় তারা ঢাক-ঢোল নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ-উৎফুল্লে মেতে উঠেন। প্রধান শিক্ষক মো. এনামূল হক সরকার যুগান্তরকে জানান, আমরা অত্যন্ত আনন্দিত। এবার ২৪৯জন পরীক্ষা দিয়েছিলো এরমধ্যে ২২৫জন পাশ করেছে। পাশের হার ৯০.৩৬শতাংশ। ইনশাল্লাহ, আগামীতে ফলাফল আরও ভালো করবো।

এছাড়াও গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৩৩জনের মধ্যে পাশ করেছে ১৩০জন, মনাটি উচ্চ বিদ্যালয়ে ২১০জনের মধ্যে পাশ করেছে ২০৮জন, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ১৫২জনের মধ্যে পাশ করেছে ১৪৪জন, জিপিএ-৫ পেয়েছে ২৬জন, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে ২৫০জনের মধ্যে পাশ করেছে ২১৭জন, জিপিএ-৫ পেয়েছে ২৫জন, নহাটা উচ্চ বিদ্যালয়ে ১২৬জনের মধ্যে পাশ করেছে ১১৫জন, জিপিএ-৫ পেয়েছে ২২জন, শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮৫জনের মধ্যে পাশ করেছে ৮০জন, জিপিএ-৫ পেয়েছে ২০জন, কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭২জনের মধ্যে পাশ করেছে ৬৪জন, জিপিএ-৫ পেয়েছে ১৫জন, বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ে ২০২জনের মধ্যে পাশ করেছে ১৭২জন, জিপিএ-৫ পেয়েছে ১৪জন, পাছার উচ্চ বিদ্যালয়ে ১৭৬জনের মধ্যে পাশ করেছে ১৫৪জন, জিপিএ-৫ পেয়েছে ১৩জন, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ে ২৭৩জনের মধ্যে পাশ করেছে ২২৭জন, জিপিএ-৫ পেয়েছে ১৩জন, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজে ১৮২জনের মধ্যে পাশ করেছে ১৫০জন, জিপিএ-৫ পেয়েছে ১০জন, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ১২২জনের মধ্যে পাশ করেছে ১০৬জন, জিপিএ-৫ পেয়েছে ৮জন, গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ে ১১৬জনের মধ্যে পাশ করেছে ১০০জন, জিপিএ-৫ পেয়েছে ৭জন, বালিজুড়ী উচ্চ বিদ্যালয়ে ৯৭জনের মধ্যে পাশ করেছে ৮১জন, জিপিএ-৫ পেয়েছে ৭জন, রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ে ৯৬জনের মধ্যে পাশ করেছে ৮২জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, মাওহা উচ্চ বিদ্যালয়ে ৮৯জনের মধ্যে পাশ করেছে ৭৬জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, ধুরুয়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮জনের মধ্যে পাশ করেছে ৭০জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, লংক্ষাখোলা উচ্চ বিদ্যালয়ে ৪৪জনের মধ্যে পাশ করেছে ৩৯জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, বেতান্দর উচ্চ বিদ্যালয়ে ৬৬জনের মধ্যে পাশ করেছে ৫৬জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, ড. এম আর করিম উচ্চ বিদ্যালয়ে ৭৩জনের মধ্যে পাশ করেছে ৫৬জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, খলদবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৩১জনের মধ্যে পাশ করেছে ২৬জন, জিপিএ-৫ পেয়েছে ১জন।
জিপিএ-৫ পায়নি গৌরীপুরের অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়, লাল উচ্চ বিদ্যালয়, মাইজহাটী উচ্চ বিদ্যালয়, চান্দের সার্টিয়া মডেল উচ্চ বিদ্যালয়, শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, ভালুকাপুর উচ্চ বিদ্যালয়, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়।
দাখিল পরীক্ষায় শিবপুর এলইউ আলিম মাদরাসায় ৩৩জনের মধ্যে পাশ করেছে ৩০জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, নামাপাড়া কেরামতিয়া দাখিল মাদরাসায় ৪৭জনের মধ্যে পাশ করেছে ৪১জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পুম্বাইল এফ.ইউ ফাযিল মাদরাসায় ৫৬জনের মধ্যে পাশ করেছে ৫১জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, বেলতলী দাখিল মাদরাসায় ২৭জনের মধ্যে পাশ করেছে ২৫জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, কিল্লা-বোকাইনগর ফাযিল মাদরাসায় ৫২জনের মধ্যে পাশ করেছে ৪৮জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, কাউরাট আকবর আলী দাখিল মাদরাসায় ৩১জনের মধ্যে পাশ করেছে ২৭জন, জিপিএ-৫ পেয়েছে ১জন। মাদরাসায় জিপিএ-৫ পায়নি ইসলামাবাদ আলিম মাদরাসা, শ্যামগঞ্জ ইসলামীয়া ফাযিল মাদরাসা, চুড়ালী ইসহাক উদ্দিন দাখিল মাদরাসা, নামাপাড়া কেরামতিয়া বালিকা দাখিল মাদরাসা, রাইশিমুল দারুসসুন্নাহ দাখিল মাদরাসা, শাহগঞ্জ মনির উদ্দিন দাখিল মাদরাসা, শালীহর এ মোতালেব বেগ দাখিল মাদরাসা, হাসনপুর দাখিল মাদরাসা, লক্ষীপুর নাছির উদ্দিন দাখিল মাদরাসা, পাছার সামাদিয়া দাখিল মাদরাসা।
কারিগরী শিক্ষা বোর্ডের অধিনে গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ২৮৬জনের মধ্যে পাশ করেছে ২৭১জন, জিপিএ-৫ পেয়েছে ৩৩জন, টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটে ২২৫জনের মধ্যে পাশ করেছে ২০১জন, জিপিএ-৫ পেয়েছে ৯জন, মুক্তিযোদ্ধা মিজাজ খান কারিগরী স্কুলের ৬৯জনের মধ্যে পাশ করেছে ৫৯জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, ড. এম.আর করিম উচ্চ বিদ্যালয়ের কারিগরী শাখায় ৬৫জনের মধ্যে পাশ করেছে ৫৪জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন। জিপিএ-৫ পায়নি গিধাউষা আইডিয়াল কারিগরী স্কুল এন্ড কলেজ, বীর আহাম্মদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১