বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে গণিত অলিম্পিয়াডের সনদপত্র বিতরণ করছেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান

প্রকাশিত হয়েছে- শনিবার, ১২ মার্চ, ২০২২
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১২, ২০২২, ১১:০২ অপরাহ্ণ

জীবনের মাঝামাঝি বা শেষ প্রান্তের একদল মানুষ শিশুদের খেলায় মেতে উঠেছেন। এ যেন শৈশব আর কৈশরকে মনের মাঝে ধারণ করে নিচ্ছেন। তাদেরই ক’জন খেলছেন আর শিখছেন ‘খাটো কাঠি লম্বা কাঠি।’ অন্য অংশে চলছে সংখ্যার রেলগাড়ি। মাঝে ক’জন মেতে উঠেছেন যোগযন্ত্র, সংখ্যার চাকা. ১০০ডটে গুণ, গুণের সাপলুডুতে। এমন দৃশ্যের দেখা মিলে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা রিসোর্স সেন্টারের উদ্যোগে আয়োজিত গণিত অলিম্পিয়াডে।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থায়নে ৬দিনব্যাপি এ কর্মসূচির সমাপনি ঘটে শনিবার (১২মার্চ/২০২২)। গণিত অলিম্পিয়াড অংশ নেয়া সিধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুন অর রশিদ জানান, চমৎকার আয়োজন। নতুন জগতে পা রাখলাম। গণিত অলিম্পিয়াড খুব মজা লেগেছে।
সমাপনি দিনে সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, ভয়কে জয় করে নতুন প্রজন্মের মাঝে গণিত এখন একটি মজার খেলায় পরিণত হয়েছে এই গণিত অলিম্পিয়াডে। এ কৌশল শিশুদের নিকট আরো সহজতর করে পৌঁছে দেয়ার জন্যই সরকার সার্বিক সহযোগিতা করছেন। সহকারী শিক্ষক পাপিয়া সুলতানা জানান, গণিত অলিম্পিয়াডের মাধ্যমে আমরা নুতন জগতে পা রেখেছি। চমৎকার কৌশল কোমলমতি শিশুদের শিখন শিখায় খুব কাজে লাগবে।
উপজেলার রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াড কৌশল ব্যবহারের মাধ্যমে প্রাথমিক গণিত প্রশিক্ষণে অংশ নেন ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০জন শিক্ষক। গণিত অলিম্পিয়াডের নতুন জগতে শিক্ষকদের নিয়ে যান নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিদা খাতুন। সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মঞ্জুরা আক্তার।
অলিম্পিয়াডে অংশ নেন আজহারুল ইসলাম, পাপিয়া সুলতানা, সাবিনা আইরিন, সুমি আকতার, রুমা সুলতানা, লাইলী আক্তার, নাসরিন আক্তার, আশা আক্তার, তানিয়া পারভীন, উম্মে হাবিবা, মো. মনোয়ার হোসেন, মো. আতাহার হোসেন, মো. আশরাফুল আলম, মো. মাসুদ মিয়া, শিল্পী রানী পাল, তাপসী রানী দাস, মো. নুরুল ইসলাম, কোহিনূর বেগম, ফাহিমা শারমিন, রাহিমা আক্তার, ঝর্ণা বেগম, রাশিদা আক্তার, মো. ফঅরুক হোসেন, মো. হারুন অর রশিদ, উম্মে হাজেরা, এনামুল হোসেন, মো. মনির হোসেন তালুকদার, ফাতেমা খাতুন, আরাফাত হোসেন, আনোয়ার হোসেন।