বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে গণহত্যা দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২৫, ২০২২, ১১:০৯ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (২৫মার্চ/২০২২) উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমাণ্ডের উদ্যাগে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও মোমবাতি প্রজ¦লনের মধ্যদিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। কর্মসূচীতে অংশ নেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট নীলুফার আনজুম পপি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন কাদের রুবেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মো. হারু উর রশিদ, আবু ফজল মোহাম্মদ হিরা, মশিউর রহমান কাউসাার প্রমুখ।