আজ শনিবার ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৫, ২০২১, ১১:০৯ অপরাহ্ণ




গৌরীপুরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভন্ড ফসলের মাঠ ॥ গরম বাতাসে পুড়ে গেছে ফসল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৪ এপ্রিল/২০২১) সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে লণ্ডভন্ড হয়ে গেছে ফসলের মাঠ। গরম বাতাসে পুড়ে গেছে ৪টি ইউনিয়নের শতশত কৃষকের ফসলের মাঠ।
উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার জানান, ইরি-বোরো মৌসুমের ধানের ক্ষেতের ক্ষতি হয়েছে ১৫ হেক্টর, শাক-সবজির ক্ষেত নষ্ট হয়েছে ২ হেক্টর। সরজমিনে দেখা যায়, এ ক্ষতির পরিমাণ অনেক বেশি। সহনাটী ইউনিয়নের কৃষক আব্দুল হাই জানান, গরম বাতাস যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে ধানের সবুজ ক্ষেত পুড়ে গেছে। মাওহা ইউনিয়নের আল ফারুক জানান, অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ এলাকা থেকে ঝড়ো গরম বাতাসে মাওহা ইউনিয়নের বিশাল এলাকাজুড়ে ধানক্ষেত পুড়ে গেছে। সহনাটী ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম জানান, তিনি এলাকা ঘুরে দেখেছেন। ক্ষতিগ্রস্থ কৃষকদের সঙ্গেও তিনি কথা বলেছেন। এদিকে ২নং গৌরীপুর ইউনিয়নে কচুক্ষেতের পাতাও গরম ঝড়ো বাতাসে পুড়ে গেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০