শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে কর্মহীন ও দুস্থ্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১, ২০২০, ৬:৫১ অপরাহ্ণ

মোখলেছুর রহমান  : 
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১ এপ্রিল/২০২০) সরকারপাড়া মসজিদ কমিটি ও বিডি কিন গৌরীপুরের উদ্যোগে এলাকার সামর্থ্যবানদের নিকট থেকে ত্রাণ সামগ্রী সংগ্রহ করেন। সংগৃহিত ত্রাণ সামগ্রী ওই মহল্লায় নভেল করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের বিতরণ করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা। তিনি বলেন, প্রত্যেক এলাকায় এমন স্বেচ্ছাসেবক ও মসজিদ কমিটিকে এগিয়ে আসতে হবে। এটা অনুকরণীয় দৃষ্টান্ত। আপনারা যাকাতের অর্থও অসহায় মানুষের জন্য দিতে পারেন। এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, ইউএনও সেঁজুতি ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানা পাপ্পু প্রমুখ।

এদিকে গৌরীপুর রাজ ওস্তাগার ইউনিয়নের উদ্যোগে সংগঠনের ৮০জন সদস্যের হাতে চাল, ডালসহ নিত্যপণ্য সামগ্রী তুলে দেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। এছাড়াও উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, ইউএনও সেঁজুতি ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানা পান্নু নেতৃত্বে উপজেলার ২হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

অপরদিকে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের জাতীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপিও ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।

টি.কে ওয়েভ-ইন