বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ -|- ১৪ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে কর্মহীন ও দুস্থ্যদের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৩, ২০২০, ৭:৩৭ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা রাইস মিল মালিক সমিতির উদ্যোগে সোমবার (১৩ এপ্রিল/২০২০) করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মটরযান শ্রমিক, যাত্রা শিল্পী, চাতাল শ্রমিক, ধানের দোকানের শ্রমিকসহ ৫ শতাধিক দরিদ্র পরিবারকে জরুরী খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
উপজেলা অফিসার্স ক্লাব মাঠে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ সুবিধাভোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজতি ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, রাইস মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, ব্যবসায়ী শ্যামল বসাক প্রমুখ।