শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে করোনা ভাইরাস সচেতনতা ও প্রতিরোধ সামগ্রী নিয়ে মাঠে যুগান্তরের স্বেচ্ছাসেবক টিম

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৬, ২০২০, ৬:৫৫ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :
শীর্য জাতীয় দৈনিক পাঠকপ্রিয় দৈনিক যুগান্তরের স্বেচ্ছাসেবক টিম প্রতিদিনই ছুটে চলছে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা আর উপকরণ নিয়ে প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে। বৃহস্পতিবার (২৬মার্চ/২০২০) দৈনিক যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের কর্মীরা পৌর শহরের প্রধান সড়ক, শাখা সড়কে যানবাহনের চালক, হতদরিদ্র মানুষ ও সুইপার কলোনীতে মাস্ক, সাবান, হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেন। পান্ডা সুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মার্কেটিং অফিসার গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কৃতি সন্তান শাহীন মাহমুদ স্বজনদের এ কর্মসূচীতে ২৫০পিচ মাস্ক, ১০০পিচ সাবান ও ২০টি সাবানদানী প্রদান করেন। এছাড়াও জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার তিনি এ মাসের বেতনের ক্রয়কৃত উপকরণ প্রদান করেন। স্বেচ্ছাসেবক স্বজনরা দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে রিকশা চালক, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের করোনা ভাইরাস মোকাবেলায় লিফলেট ও উপকরণ বিতরণ করেন।

কর্মসূচীতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর মানবাধিকার কমিশনের সভাপতি মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী আবুল কালাম মুহাম্মদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, পৌর কাউন্সিলার আব্দুল কাদির, স্বজন উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ বেগম, স্বজন অনামিকা সরকার, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ মোঃ তাসাদদুল করিম, স্বজন গোলাম কিবরিয়া, নুর মোহাম্মদ প্রমুখ। স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক জানান, দুর্যোগকালীন এ সময়ে প্রত্যেক স্বজন তাদের সামর্থ্যনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা নিয়ে পাশে থাকবে। এ কর্মসূচীও অব্যাহত রাখবে।

টি.কে ওয়েভ-ইন