মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ওষুধ ভেবে খেলো বিষের ট্যাবলেট-কিশোরীর মৃত্যু!

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ১৭, ২০২০, ৫:৩২ পূর্বাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের মাছ মারার বিষের ট্যাবলেট খেয়ে মুক্তা আক্তার (১২) নামে এক মেয়ের মৃত্যু হয়েছে। সে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামে মোঃ আবুল বাশারের কন্যা। শুক্রবার (১৫ মে/২০২০) এ ঘটনায় গৌরীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন।
পরিবার ও থানা সূত্র জানায়, মুক্তা আক্তার কয়েকদিন যাবত অসুস্থ্য ছিলো। বৃহস্পতিবার (১৪ মে/২০২০) দুপুর পরিবারের লোকজনের অজান্তে পুকুরের মাছ মারার জন্য ঘরে রাখা বিষের ট্যাবলেট ভুলবশত খেয়ে ফেলে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় গৌরীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।