আজ বুধবার ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে রবীন্দ্রস্মরণ গৌরীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন গৌরীপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘রবীন্দ্র স্মরণ’ তারাকান্দা যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় যুবদল সভাপতি টুকুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল তারাকান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ব্র্যাকের অর্থ সহায়তা গৌরীপুরে কর্মরত সাংবাদিকদের স্মারকলিপি তারাকান্দায় বাট্টাভাটপাড়া এস.সি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষককে সংবর্ধনা গৌরীপুরে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী হলেন যাঁরা তারাকান্দায় মোটরসাইকেল দূর্ঘটনা বাড়ছে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে আশরাফ তুঙ্গে
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১০, ২০২১, ৯:৩২ পূর্বাহ্ণ




গৌরীপুরে এমপি’র গাড়ি বহরে হামলার অভিযোগে পৌর মেয়রকে প্রধান আসামী করে ৪২জনের বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার-৪

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি ও তার পুত্র তানজির আহমেদ রাজিবের গাড়ী বহরে হামলার অভিযোগে মঙ্গলবার (৯মার্চ/২০২১) গৌরীপুর থানায় মামলা হয়েছে। মামলা গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে প্রধান আসামী করা হয়েছে। নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি জানান, এ মামলা দায়ের করেছেন মোস্তাফিজুর রহমান। এ ঘটনায় ৪জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমপি ও তার পুত্রের গাড়ী বহরে হামলার ঘটনায় সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামের মৃত হাজী আব্দুল খালেকের পুত্র উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে প্রধান আসামী ও আরো ৪১জনকে আসামী করা হয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ মামলার আসামী কলাবাগানের জুয়েল মিয়ার পুত্র রাজিব (৩৫), কালিপুর মধ্যম তরফের মৃত হরমুজ আলীর পুত্র হায়দার আলী (৫০), মধ্যভালুকার শাহজাহানের পুত্র বাবু (৩২), গজন্দর গ্রামের আব্দুল মজিদের পুত্র শহীদ (৩৫) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে মঙ্গলবার প্রেরণ করা হয়েছে।
মামলার আসামীরা হলেন পূর্ব দাপুনিয়ার ইকবাল হাসানের পুত্র পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন (৩৫), মধ্যম তরফ ছয়গন্ডার নবাব উদ্দিন খান পাঠানের পুত্র তমাল খান পাঠান (৩০), পশ্চিম দাপুনিয়ার আজিবুলের পুত্র শুখ মিয়া (৩২), মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পুত্র সৈয়দ রাফসান জানি অভি (২৪), কলাবাগানের হুমায়ুনের পুত্র রাজিব (৩৫), জুয়েলের পুত্র ইমন (৩০), পশ্চিম দাপুনিয়ার আজিবুলের পুত্র হিরা (২৩), পশ্চিম সতিষার ইটা বাবুল (৪০), ঘোষপাড়ার গৌরাঙ্গর পুত্র শান্ত (২৮), হাসপাতাল রোডের ইস্কান্দর খানের পুত্র জহির (৫০), কালীপুর মধ্যম তরফের মৃত হরমুজ আলীর পুত্র হায়দার আলী (৫০), পশ্চিম দাপুনিয়ার আকবর আলীর পুত্র ফজলু (৩৫), মৃত আবুল হাসিমের পুত্র রিপন (৪০), মৃত লালু মিয়ার পুত্র নয়ন (৩০), বিপুল (৩৫), রিয়াজ উদ্দিনের পুত্র আকাশ (২৫), পশ্চিম সতিষার ইটা বাবুলের পুত্র হৃদয় (২৩), মধ্য ভালুকার মৃত আঃ মজিতের পুত্র মঞ্জুরুল হক মঞ্জু (৩৫), বাড়িওয়ালাপাড়ার হেলালের পুত্র আশিক মোল্লা (২৮), পশ্চিম ভালুকার সেকান্দরের পুত্র নাজমুল (৩০), মৃত শাহেদ আলীর পুত্র নুরুজ্জামান নুরু (৪০), ইসলামাবাদের মৃত আজাদ আলীর পুত্র হাবিল (৪৫), বোকাইনগর গড়পাড়ার মৃত হুমায়ুন কবিরের পুত্র আশিক মাহমুদ (২৮), আব্দুল হেলিমের পুত্র সোহেল (৩৪), মধ্য ভালুকার মিন্টুর পুত্র সামি, শাহজাহানের পুত্র বাবু(৩২), দুলালের পুত্র অনিক (২৫), ফজল মিয়ার পুত্র লিয়ন (২২), আব্দুল আজিজের পুত্র নজরুল ইসলাম (৪২), মামুদনগরের হাছেন আলীর পুত্র শামসুল হক (৫০), বাড়িওয়ালাপাড়ার মৃত আবু সাঈদের পুত্র সৈয়দ তৌফিকুল ইসলাম, কালিপুর মধ্যম তরফের মানিক মিয়ার পুত্র জনি (৪০), মাছুয়াকান্দার মতি (৫০), দৌলতপুরের আক্কাস আলীর পুত্র আঃ কাদির (৪৩), মধ্য ভালুকার আঃ সাত্তারের পুত্র পাপ্পু (৪০), পাঠানবাড়ি হাসপাতাল রোডের আঃ রশিদের পুত্র কামাল (৩০), মধ্য বাজার খলিফা পট্টির সৈয়দ জাফরের পুত্র জীবন (২২), গজন্দরের আঃ মজিদের পুত্র শহীদ(৩৫), মধ্য বাজার খলিফা পট্টির মৃত হাজী কিতাব আলীর পুত্র ফারুক (৫০), মৃত ইয়াকুব আলী মন্ডলের পুত্র বাবুল (৫৫)।
মামলা উল্লেখ করা হয়েছে, ঐতিহাসিক ৭মার্চ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ জাতীয় পরিষদের সদস্য ও মযমনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং ময়মনসিংহ মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভঅপতি তানজির আহমেদ রাজীবসহ একটি জীপ গাড়ি ও ৪০/৫০টি মোটর সাইকেল যোগে গৌরীপুর পৌর শহরে আসার পথে সতিষা মোড়ে পৌছলে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে এমপি নাজিম উদ্দিন আহমেদ এর গাড়ী চলে যাওয়ার সাথে সাথে আসামীরা রেলের পাথর, ককটেল বিস্ফোরণ ও পাইপগান দেখিয়ে ত্রাস সৃষ্টি করে। এমপি পুত্র তানজীর আহমেদ এর জীপ গাড়ি ও ৮/১০টি মোটর সোইকেলে হামলা ভাংচুর করে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১