আজ বুধবার ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৭, ২০২২, ১০:১২ অপরাহ্ণ




গৌরীপুরে ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাসেলকে গ্রেফতারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে বৃহস্পতিবার (৭এপ্রিল/২২) ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চন্দপাড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করে।
একই মানববন্ধনে অবৈধভাবে বালু উত্তোলনকারী বাপ্পী রহমানকে গ্রেফতার এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানানো হয়। তারা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কয়েকটি গ্রাম নদের গর্ভে বিলীন হয়ে গেছে। হাজারো পরিবার নদের গর্ভে সব হারিয়েছে। এখনও কয়েক শ’পরিবার আতঙ্কে দিন কাটাছে।
ভাংনামারী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাসেলকে গ্রেফতারের তীব্র নিন্দা জানান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডক্টর সামীউল আলম লিটন। মুঠোফোনে তিনি বলেন, রাসেল এলাকার প্রতিবাদী যুবক। অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় তাকে গ্রেফতার ন্যাক্কারজনক ঘটনা।
অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ও ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাসেলের মুক্তির দাবিতে বক্তব্য রাখেন ভাংনামারী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী মেম্বার, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কালাম, উপজেলা তাঁতীলীগের সহসভাপতি শহিদুল ইসলাম, নিতাই চন্দ্র সরকার, ভাংনামারী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, তাতীলীগের সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া, ভাংনামারী ইউনিয়নের আবুল হাসেম, সিদ্দিকুর রহমান দুলাল, হযরত আলী বেপারী প্রমুখ।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, বুধবার রাতে বালুবোঝাই গাড়ী নিয়ে আসার পথে বাপ্পী রহমানকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাসেল। তাকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মাইনুল রেজা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০