শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে আলোচনা-সমালোচনা আর বছরজুড়ে লাশের খবর

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৫, ২০২০, ৮:৩৯ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :
ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে ৪ দারাগোসহ ৫ পুলিশ ক্লোজড। গাঁজা দিয়ে ফাঁসাতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার। জুস খেয়ে মন্টির মৃত্যু, সেচপাম্পের সুইচ দিতে গিয়ে বাবার কোলে শিশুসহ মৃত্যু, যৌন হয়রানি থেকে বাঁচতে ইউএনও’র বাসায় ডাক্তারের আশ্রয় নেয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে হাত-পা বেঁধে হত্যার চেষ্টা, শিক্ষা অফিসারকে হোটেলে আটকালো চেয়ারম্যান, চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষা অফিসারের চাঁদাবাজি মামলা, অপবাদ সইতে না পেরেই আত্মাহত্যা করেছে স্কুলছাত্রী নূপুর, চকলেটের প্রলোভন দিয়ে এক শিশুকে দু’বন্ধুর ধর্ষণসহ একাধিক ঘটনায় ২০১৯সালে আলোচনা-সমালোচনায় শিরোনাম হয় গৌরীপুরে।

অপরদিকে সড়ক দুর্ঘটনায় শিশু নাহিদ হারায় বাবা-মা, ভাই-বোনকে। ভাইকে নিয়ে খেলার সময় লরি চাপায় পিইসি পরীক্ষার্থী নিহত হয়। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় বৃদ্ধার মৃত্যু, নামাজ শেষে বাসায় প্রবেশের সময় সরকারি কর্মকর্তা মৃত্যু, এক দিনে তিন লাশ উদ্ধারসহ বছরজুড়ে ছিলো লাশের খবর!
এদিকে ২৮ এপ্রিল রাতে উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ডে ফ্ল্যাক্সিলোড ও মোবাইল যন্ত্রাংশ, বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবসায়ী খোকন মিয়ার দোকানে ইয়াবা ট্যাবলেট রেখে তাকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে এএসআই আব্দুল আউয়াল, এএসআই কামরুল ইসলাম, এএসআই আনোয়ার হোসেন, এএসআই রুহুল আমিন ও কনস্টেবল আল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়।

অপরদিকে ৭ এপ্রিল গৌরীপুর রেলওয়ে জংশনে আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনযাত্রীর লাগেজ ও দেহ তল্লাশী চালানোর অভিযোগ গোয়েন্দা পুলিশ (ডিবি) দুই ভুয়া সাব-ইন্সপেক্টর (এসআই) কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ঢাকার জেলার কেরানীগঞ্জ উপজেলার ছোট কুশিয়ারবাগ গ্রামের জিয়াউর রহমানের পুত্র মো. বাদশা (৩২) ও গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের কবিরাজবাড়ি এলাকার আব্দুল হাইয়ের পুত্র মো. বিপ্লব মিয়া (২৫)। ২২ এপ্রিল গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ডাক্তার যৌন হয়রানির শিকার হন। ভয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারের বাসায় আশ্রয় নেন। পরে পুলিশ অভিযুক্ত বোকাইনগর ইউনিয়নের রুবেল খানকে গ্রেফতার করে।

এদিকে ২ অক্টোবর ময়মনসিংহ ব্রিজ থেকে কেনা প্রাণের ফ্রুটিক্স জুসের সঙ্গে মিশানো চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় মারা যায় উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কদিম ডৌহাখলা গ্রামের সুবীর হোম চৌধুরী (কাঞ্চন হোম চৌধুরী) মেয়ে মেধাবী ছাত্রী সুস্মিতা হোম চৌধুরী মন্টি। ২৭ জুন হিন্দু ছেলের সঙ্গে প্রেম, পার্কে গিয়ে বখাটেদের হাতে আটক পরে আশপাশের লোকজনের অপবাদ সইতে না পেরে আত্মাহত্যার পথ বেছে নেয় ৯ম শ্রেণির ছাত্রী নূপুর আক্তার। আত্মাহত্যার প্ররোচনা ও যৌন হয়রানির দায়ে এ ঘটনায় প্রেমিক প্রসেঞ্জিত সরকারের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা হয়।

অপর দিকে ২৫ এপ্রিল গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কবীর উদ্দিনকে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে হত্যা চেষ্টা চালায় দুর্বৃত্ত্বরা। কবির উদ্দিন জানান, ওরা গাছে লটকাইয়া মেরে ফেলে প্রচার করতে চেয়েছিলো ‘আমি আত্মাহত্যা করেছি’। ২ মে হোটেলে খাবার খাওয়া হলো না ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম খানের। মধ্যাহ্নভোজ করতে এসে ‘টাকা না দিলে যেতে পারবেন না’ ৩নং অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তরের সাফ কথা। এ উপজেলায় ৬০টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগে ঘুষের বোমা ফাটল খাওয়ার হোটেলে! ঘুষের টাকা ফেরত চাইলেন চেয়ারম্যান। অবশেষে শিক্ষা অফিসার চেয়ারম্যানেরর বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন।

এ দিকে ১৫ জুলাই বিদ্যুতের ছেঁড়া তার জোড়া দিতে গিয়ে তপু ভোমিক (২২) নামে এক খামারির মৃত্যু হয়েছে। উপজেলার ডৌহাখলা ইউনিয়নের সিংজানি গ্রামের তপন ভৌমিকের ছেলে। ৯ সেপ্টেম্বর গৌরীপুর ইউনিয়নের গাভীশিমুল গ্রামে ৪বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে দু’বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়। ভিকটিমের বাবা বাদী হয়ে অভিযুক্ত দু’বন্ধু গাভীশিমুল গ্রামের তারা মিয়ার পুত্র ইসমাইল হোসেন (১৪) ও মো. হারুন মিয়ার পুত্র মো. রাকিব (১৩) এ মামলা দায়ের করেন।
অপরদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একমাত্র বেঁচে যায় শিশু নাহিদ! সড়ক দুর্ঘটনায় বাবা, মা, ভাই-বোন সবাইকে হারায় সে। আহত হয়ে ক্ষত-বিক্ষত হয়ে যায় তার শরীর। ভেঙে যায় দাঁতের চোয়ালের হাড়। এরপর রাজধানীর অ্যাপেলো হাসপাতালের (আইসিইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থেকে চিকিৎসকদের সেবায় সুস্থ্য হয়ে উঠে সে। কিন্তু মা-বাবা সহ পরিবার হারানোর বেদনা এখনো তাড়িয়ে বেড়ায় তাকে। ঘটনাটি ঘটে ২০১৯সালের ১৬ আগস্ট। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫জন মারা যায়। একমাত্র বেঁচে যায় নাহিদুজ্জামান নাহিদ (৪)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাহিদের জন্য কেঁদেছেন দেশবাসীও।

এদিকে ২৩ জানুয়ারি গৌরীপুর-শাহগঞ্জ সড়কের পুর্বদাপুনিয়া শাহী মসজিদে জোহরের নামাজ শেষে নিজ বাসায় প্রবেশের সময় সিএনজি চাপায় মারা যান আব্দুল হান্নান (৭০)। ১৫ ফেব্রুয়ারি টেলিভিশন দেখতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাথী আক্তার (৮) কলতাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মারা যায়। ১৯ ফেব্রুয়ারি গৌরীপুর-ভৈরব রেলপথের ভবানীপুর নামক স্থানে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে গোলাম মোস্তফা (৪৫) নামে এক কৃষক মারা যান। ৪ মার্চ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শিবপুর এলাকায় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ধুরুয়া গ্রামের আব্দুছ ছাত্তারের ছেলে মিলন মিয়া (২৫) মারা যান।

অপরদিকে ৪ এপ্রিল একই মহাসড়কের চরশ্রীরামপুর এলাকায় নেত্রকোনা সরকারি কলেজের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বিজয় রবিদাস (২২) মারা যায়। তবে তার পরিবার পরিকল্পিত হত্যাকা-ের অভিযোগ বিজ্ঞ আদালতে মামলা করেছেন। ১৬ এপ্রিল ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শিবপুরে ট্রাক-লরি মুখোমুখি সংঘর্ষে সিরাজুল ইসলাম (৪৭) নামে এক যাত্রী নিহত হন। তিনি নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র। ৩০ এপ্রিল উপজেলার বোকাইনগর ইউনিয়নের বৃবড়ভাগ গ্রামের শিউলী আক্তার (৩১) ও ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামের আব্দুল কদ্দুছ (৩৫) নামের দু’জনের লাশ উদ্ধার করে পুলিশ। ২৪জুন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে আফতু মিয়া (৬৫) ও জিয়াউর রহমান (৩৫) মারা যান। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায়। এ দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩জন মারা যায়।

এদিকে ১ আগস্ট ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গাজীপুরে পিকআপ গাড়ীর চাপায় মাছ ব্যবসায়ী রহিম উদ্দিনের মৃত্যু হয়েছে। তার বাড়ি তারাকান্দা উপজেলার ঘিটুয়ারি গ্রামে। ১৮জুলাই রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্র আকাশ মিয়া (১০) মৃত্যু হয়েছে। সে বলুহা গ্রামের মো. সাইফুল ইসলামের পুত্র। ১৮ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় আহত বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আজহারুল ইসলাম মারা যান। তিনি ২ ডিসেম্বর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুর তাসনিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনার শিকার হন। ১ডিসেম্বর মাওহা ইউনিয়নের নহাটা গ্রামে সেচ তারে জড়িয়ে বিদ্যুৎপৃস্ট হয়ে কৃষক জামাল উদ্দিন (৩৭) মারা যান। তিনি নহাটা বিল থেকে হাঁস আনার সময় এ ঘটনা ঘটে। তিনি ব্রিনহাটা গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র।

অপরদিকে ২৮ নভেম্বর সহনাটী ইউনিয়নের রাইশিমুল গ্রামে ছোট ভাই প্রভাত মিয়াকে (৪) নিয়ে সাইকেল ঘুরতে বের হয় প্রিতম মিয়া (১২)। সে রাইশিমুল গ্রামের মোঃ হাবিবুর রহমানের পুত্র। ২৭ নভেম্বর গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় ময়মনসিংহগামী মোহনগঞ্জ ট্রেন থেকে পড়ে গিয়ে অজ্ঞাতনামা ষাটোর্ধ্ব এক বৃদ্ধার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ২৬ নভেম্বর সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামের আরশাদুল হক (৩৬) পুকুরে পানি দেয়ার জন্য সেচলাইন চালু করতে বিদ্যুৎ সুইচ দেয়ার সময় বিদ্যুৎতাড়িত হন। এ সময় আরশাদুল হকের কোলে ছিলো তার শিশু সন্তান জান্নাতুল অমি (৩)। এ বাবা-মেয়ে দু’জনের মৃত্যু হয়। ২৪ নভেম্বর তারাকান্দা থানার গজহলপুর এলাকায় ট্রাক উল্টে হৃদয় মিয়া (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়। ১৩ নভেম্বর উপজেলার ৪৫নং পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী মোনা আক্তার খেলতে গিয়ে মারা যায়। ৮ নভেম্বর রকিবুল ইসলাম (৩৫) নামে তাত্রাকান্দা থেকে এক যুবকের লাশ ও ঘোষপাড়া এলাকা থেকে হৃদয় চন্দ্র ঘোষ (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে ১৪ অক্টোবর পশ্চিমদাপুনিয়া এলাকায় নেত্রকোনার জারিয়াগামী লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে মিলন খান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১০ অক্টোবর অচিন্তপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামের আব্দুল মিয়ার স্ত্রী বেগম আক্তার (৪৮) নামে এক নারীর আত্মহত্যা করে। ৮অক্টোবর অচিন্তপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মো: বিল্লাল হোসেনের পুত্র কাউসার মিয়া (১৪) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ২ অক্টোবর ডৌহাখলা ইউনিয়নের কদিম ডৌহাখলা গ্রামের সুবীর হোম চৌধুরী (কাঞ্চন হোম চৌধুরী) মেয়ে সুস্মিতা হোম চৌধুরী মারা যায়। ১৬ আগস্ট রামগোপালপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন মহিলা নিহত হন। এছাড়াও সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা-পুকুরে ডুবে ১১জনের মৃত্যু হয়।

টি.কে ওয়েভ-ইন