শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে আনসার-ভিডিপি’র ৩শ পরিবার পেলেন মহাপরিচালকের উপহার সামগ্রী

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ১, ২০২০, ৯:৫৪ অপরাহ্ণ

সামছুজ্জামান আরিফ, গৌরীপুর প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুরে আনসার ও ভিডিপির ৩শ সদস্যর মাঝে শুক্রবার (১ মে/২০২০) উপহার সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এ উপহার সামগ্রী প্রদান করেন।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ ইসমাইল হোসেন,  সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ ওসমান গনি,  উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান এবং ইউনিয়ন, ওয়ার্ড দলনেতা -দলনেত্রী ও আনসার কমান্ডারবৃন্দ।

মহাপরিচালক প্রত্যেক সদস্যর জন্য ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তৈল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ টি সাবান ও ১ টি মাক্স উপহার প্রদান করেন।

মহামারী করোন ভাইরাস মোকাবেলায় এ সময় প্রত্যেক সদস্যকে সতর্ক থাকার আহবান জানান জেলা সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ ইসমাইল হোসেন। তিনি বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আশপাশের সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতাবৃদ্ধি করতে হবে।