শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে অপহৃত যুবক উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৫, ২০২০, ৭:৪৫ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে অপহৃত যুবক মোঃ আল আমিন (২০) অভিযান চালিয়ে শুক্রবার (২৪ এপ্রিল/২০২০) রাতে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের পর চাঁদার টাকার জন্য আল আমিনের ওপর বর্বরোচিত নির্যাতন চালায় বলে তার চাচা আব্দুল মালেক নিশ্চিত করেন। আল আমিনকে শনিবার (২৫ এপ্রিল/২০২০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
অভিযোগ ও ভিকটিম সূত্র জানায়, উপজেলার সিধলা ইউনিয়নের চারআনী গ্রামের মৃত আব্দুল বারেকের পুত্র আল আমিন (৩২) কে বৃহস্পতিবার (২৩ এপ্রিল/২০২০) অপহরণের শিকার হন। অপহরণ চক্রের ১০/১১জন আল আমিন ও তার ব্যবহৃত মোটর সাইকেলসহ নওপাই গ্রামের কিরণের বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর আল আমিনকে মুক্তির জন্য ৫০হাজার টাকা মুক্তিপণ দাবী করে। টাকা না দিলে তাকে মেরে ফেলবে বলে মুঠোফোন জানায়। টাকা দিতে বিলম্ব হওয়ায় আল আমিনের দু’হাঁটুর নিচে ভেঙ্গে ফেলেছে। শুক্রবার রাত ৩টার দিকে তাকে নওপাই গ্রামের মোতালেবের বাড়িতে ফেলে রেখে যায় অপহরণকারীরা। পুলিশ তাকে সেখান থেকে ও নওপাই গ্রামের এক জঙ্গল থেকে মোটর সাইকেল উদ্ধার করে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানায়, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।