বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান প্রকল্পের ফিরে গেছে প্রায় ২ কোটি টাকা!

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ৫, ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে ২০২১-২২অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের ১ কোটি ৮০লাখ ৯২হাজার ৩শ টাকা ফিরে গেছে। দুই দফায় ৩ কোটি ৫২লাখ ১১হাজার ৭শ টাকায় ৩০টি প্রকল্পে ব্যয় হয়েছে। দু’দফায় ৫৮টি প্রকল্পে মোট বরাদ্দ ছিলো ৫ কোটি ৪৩লাখ ৪হাজার টাকা। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ করতে না পারায় প্রথম দফায় ৯দিনের ও দ্বিতীয় দফায় ১৭দিনের মজুরি থেকে বঞ্চিত হয়েছেন ১হাজার ৬শ ৯৭জন শ্রমিক।

অর্থ ফেরত প্রসঙ্গে ইউএনও হাসান মারুফ জানান, নির্ধারিত সময়ে কাজ শুরু করা যায়নি। এসব প্রকল্পের কাজ পরিমাণ নিয়েও একেক ইউনিয়নে একেক রকম রয়েছে। তাই কোনো ইউনিয়নে ৪০দিনের মধ্যে ৩১দিন, কোনো ইউনিয়নের ২৮দিন আবার বেশিও হয়েছে।

৫৮টি প্রকল্পের মধ্যে রয়েছে উপজেলা মইলাকান্দা ইউনিয়নে প্রথম দফায় পশ্চিম কাউরাট পুড়া বাড়ী থেকে সরকার বাড়ি পর্যন্ত রাস্তা পুণ: নির্মাণ প্রকল্পে ১০লাখ ৮হাজার টাকা, লামাপাড়া (থাকপাড়া) থেকে মসজিদ পর্যন্ত রাস্তা পুন: নির্মাণ প্রকল্পে ৭লাখ ৬৮হাজার টাকা ও দ্বিতীয় দফায় পূর্ব মইলাকান্দা ২নং রেল গেইট থেকে নওপাই রাস্তার সংযোগ পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্পে ৮লাখ টাকা, পূর্ব কাউরাট নতুন মসজিদ থেকে লাউখাই পূর্বধলা সীমানা পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পে ৮লাখ টাকা, সূর্য্যাকোনা শীল বাড়ি থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্পে ৯লাখ ৪৪হাজার টাকা বরাদ্দ ছিলো।

২নং গৌরীপুর ইউনিয়নে প্রথম পর্যায়ে বায়রাউড়া শাখাওয়াতের বাড়ি থেকে আব্দুল মুন্নাফের বাড়ি ভায়া কালাম মিয়ার বাড়ির রাস্তা পূনঃনির্মান প্রকল্পে ১১লাখ ২০হাজার টাকা, কোনাপাড়া মেইল রোড হইতে আব্দুল মুন্নাছের বাড়ি পর্যন্ত রাস্তা পূনঃনির্মান প্রকল্পে ১২লাখ ৮০হাজার টাকা, দ্বিতীয় পর্যায়ে শাহবাজপুর মধ্যপাড়া আঃ মালেকের বাড়ী হইতে সিদ্দিক মেকারের বাড়ী হয়েও হাসিম মেম্বারের বাড়ী হয়ে শাহাবাজপুর উংপাড়া পাকা রাস্তা পর্যন্ত সংস্কার প্রকল্পে ৮লাখ টাকা। শালিহর গাওছুল আজম মসজিদ হইতে হযরতের বাড়ী হয়ে ইলতাজ আলী মেম্বারের বাড়ি পর্যন্ত ব্রিজের দুইপাশে মাটি ভরাট ৯লাখ ৬০হাজার টাকা। ইছুলিয়া আশিরা হইতে মসজিদ সংগল্ন পিচ রাস্তা হইতে চান্দা ব্যাপারির বাড়ি ভায়া মতির বাড়ি নতুন রাস্তা নিমার্ণ ৬লাখ ৪০হাজার টাকা।

অপরদিকে ৩নং অচিন্তপুর ইউনিয়নে প্রথম ধাপে খালিজুড়ি সোহেল মিয়ার বাড়ী হইতে আলমগীরের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতে ১৩লাখ ২৮হাজার টাকা, বাকরকোনা রশীদ মেম্বারের বাড়ি হইতে খান্দার বাঁশবাড়ী পর্যন্ত রাস্তা এবং মহিশ্বরন ব্রীজ হইতে উত্তরে মাইজপাড়া মসজিদ পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পে ৭লাখ ২০হাজার টাকা, হাসিম মেম্বারের বাড়ী হইতে মুখুরিয়া বাজার পর্যন্ত রাস্তা মেরামত ৭লাখ ২০হাজার টাকা, দ্বিতীয় পর্যায়ে খয়রাদৌলতপুর মাজহারুলের বাড়ি থেকে ছিলিমপুর মড়লবাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে ৯লাখ ৬০হাজার টাকা। খান্দার আগপাড়া বাড়ী থেকে পাছপাড়া ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে ৮লাখ ৪৮হাজার টাকা। মহিশ্বরণ যতীন্দ্রধর বাড়ি থেকে ষোলপাই ধীরচন্দ্র বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে ৯লাখ ৬০ হাজার টাকা।

৪নং মাওহা ইউনিয়নে প্রথম ধাপে মাওহা বাজার হইতে মাওহা কাচারী বাজার পর্যন্ত রাস্তা সংস্কার ৮লাখ ১৬হাজার টাকা, ভূটিয়ারকোনা আরশেদ আলীর বাড়ি থেকে কড়মরিয়া পর্যন্ত রাস্তা সংস্কার ৮লাখ টাকা, ধেরুয়া কড়েহা সাহাব উদ্দিন মাস্টারের বাড়ি থেকে ঈদগা মাঠ পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে ৯লাখ ৬০হাজার টাকা, দ্বিতীয় ধাপে বীর আহাম্মদপুর টিনের বাড়ি থেকে করমরিয়া মধ্যপাড়া পর্যন্ত রাস্তা মেরামত ৮লাখ টাকা। চল্লিশা কড়েহা মেইন রোড হইতে আব্দুল বারেকের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত ৮লাখ ১৬হাজার টাকা। মাওহা বাজার হইতে বড়ইকান্দা পর্যন্ত রাস্তা মেরামত ৯লাখ ৬০হাজার টাকা মাত্র।

এদিকে ৫নং সহনাটী ইউনিয়নে প্রথম ধাপে ভালুকাপুর হইতে বহেড়াতলা ভায়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কার ৯লাখ ৬০হাজার টাকা, যোগীরডাঙ্গরী থেকে মাসকান্দা হয়ে মাইজহাটি পর্যন্ত রাস্তা সংস্কার ৯লাখ ৬০হাজার টাকা, ধোপাজাঙ্গালিয়া হইতে টেংগাপাড়া ভায়া বড়ইবাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে ৯লাখ ৬০হাজার টাকা, দ্বিতীয় ধাপে বহেড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তা সংস্কার ৯লাখ ৬০হাজার টাকা। ধোপাজাঙ্গালিয়া মোজাম্মেল মাস্টারের বাড়ি থেকে পল্টিপাড়া হাজী জাহের উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ১০লাখ ৫৬হাজার টাকা। পাত্রাইল তুষারের দোকান হইতে বাচ্চুর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ৮লাখ টাকা।

৬নং বোকাইনগর ইউনিয়নের নয়াপাড়া চক্ষু হাসপাতাল হইতে বাসাবাড়ী রেল গেইট পর্যন্ত রাস্তা সংস্কার ৯লাখ ৬০হাজার টাকা, রামজীবনপুুর হইতে তারাপুর পর্যন্ত রাস্তা নিমার্ণ ৯লাখ ৬০হাজার, কবিরাজবাড়ি থেকে শহিদের বাড়ি ভায়া ভেংগুরী মোতালেবের বাড়ি পর্যন্ত রাস্তা নিমার্ণ ৯লাখ ৬০হাজার টাকা, দ্বিতীয় পর্যায়ে ত্রিশঘর নুরুন্নাহার মেম্বারের বাড়ি হইতে দরগা পর্যন্ত রাস্তা মেরামত ৮লাখ টাকা। স্বল্প পশ্চিমপাড়া মসজিদ হইতে বীরপশ্চিমপাড়া সংযোগ পর্যন্ত রাস্তা মেরামত ৮লাখ টাকা। দিউ পাড়া হইতে কাউঞ্জার বিল ভায়া বৃ-বড়ভাগ ঈসমাইলের ফিসারি পর্যন্ত রাস্তা নিমার্ণ ১২লাখ ৮০হাজার টাকা।

অপরদিকে ৭নং রামগোপালপুর ইউনিয়নে প্রথম ধাপে নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে মড়লবাড়ি পর্যন্ত রাস্তা ভায়া গৌপীনাথপুর মান্নানের বাড়ী পর্যন্ত রাস্তা নিমার্ণ ১০লাখ ৫৬হাজার টাকা, ধুরুয়া আগপাড়া সাবেক মেম্বার জমসেদের বাড়ি হইতে ধুরুয়া দক্ষিণ আগপাড়া চৌরাস্তার মোড় রাস্তা পুনঃ নিমার্ণ প্রকল্পে ১০লাখ ৫৬হাজার টাকা, বিশ্বনাথপুর রহিম মুন্সির বাড়ি সংলগ্ন পাকা রাস্তা হইতে ধুরুয়াভাষাবন্ধ সাবেক মেম্বার ফকর উদ্দিনের বাড়ির পিছনের ব্রীজ পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্পে ১১লাখ ২০হাজার টাকা, দ্বিতীয় পর্যায়ে বর্ধনপাড়া মুমিনের রাইসমিল সংলগ্ন পাকা রাস্তা হতে আর্মি মঞ্জুর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ১০লাখ ৪০হাজার টাকা। দামগাঁও কলিমের বাড়ী হইতে ইব্রাহিমের বাড়ী পর্যন্ত রাস্তা পুনঃনিমার্ণ ৮লাখ ৮৮হাজার টাকা। পুম্বাইল সাইন উদ্দিনের মোড় হতে পুম্বাইল ভূইয়া বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃনিমাণ ১২লাখ ৯৬হাজার টাকা।

৮নং ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী মাদ্রাসা থেকে বিসকা সীমানা পর্যন্ত রাস্তা মেরামত ১২লাখ ৯৬হাজার টাকা, কাউসিয়া হইতে রুকনাকান্দা হাইওয়ে রোড পর্যন্ত রাস্তা মেরামত ৮লাখ টাকা, দ্বিতীয় ধাপে রাগের মোড় থেকে ঘোড়ামারা ডাক্তার সাহাব উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত ৯লাখ ৬০হাজার টাকা। রায়গঞ্জ বাচ্চু মুন্সির বাড়ী থেকে কাজির ঘাট রাস্তা মেরামত ৮লাখ ১৬হাজার টাকা। নন্দীগ্রাম হাইওয়ে রোড হাছে আলীর বাড়ী হইতে কলতাপাড়া মাদ্রাসা ভায়া ঝাউগাই হাইওয়ে রোড পর্যন্ত রাস্তা মেরামত ৯লাখ ৬০হাজার টাকা।

এদিকে ৯নং ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারী পুলপাড় হতে সুতিরপাড় পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পে ৯লাখ ৬০হাজার টাকা, খেলার আলগী আশারিয়ার পুলপাড় হতে সুতিরপাড় পর্যন্ত রাস্তা পুনঃনিমার্ণ প্রকল্পে ৮লাখ টাকা, ভোলার আলগী জহুর উদ্দীনের বাড়ি হতে খোদবক্সপুর গোদারাঘাট পর্যন্ত রাস্তা পুনঃনিমার্ণ প্রকল্পে ৮লাখ টাকা, মনাটি দরিপাড়া আব্দুর রহমানের বাড়ী হতে আব্দুর রশিদের বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃনিমার্ণ প্রকল্পে ৮লাখ টাকা। দ্বিতীয় পর্যায়ে বয়রা বাজার পাকা রাস্তা হইতে খাপাড়া স্কুল হয়ে বাবুর বাড়ি মোড় পর্যন্ত রাস্তা মেরামত ৮লাখ টাকা। গজারিয়াপাড়া এসডিএফ হইতে বেপারী বাড়ী মোড় হয়ে সুতির পার পর্যন্ত রাস্তা মেরামত ৯লাখ ৬০হাজার টাকা। খোদবক্সপুর নয়াচর হইতে চরভাবখালী নদীর ঘাট পর্যন্ত রাস্তা মেরামত ৮লাখ টাকা।

১০নং সিধলা ইউনিয়নে প্রথম ধাপে মনাটি আব্দুর রশিদের বাড়ি থেকে আব্দুস সাত্তারের জমি পর্যন্ত রাস্তা পুনঃনিমার্ণ প্রকল্পে ৮লাখ টাকা, আব্দুস সাত্তারের জমির সীমানা থেকে বলাবিল রাস্তা পুনঃনিমার্ণ ১০লাখ ৫৬হাজার টাকা। মির্জা তপন সাহেবের জমি হতে মাসুদের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত ৮লাখ টাকা। আফতাব উদ্দিনের জমি হতে মির্জা তপনের জমি পর্যন্ত রাস্তা মেরাত ৮লাখ টাকা। মনাটি কান্দাবাড়ি থেকে আফতাব উদ্দিনের জমি পর্যন্ত রাস্তা মেরামত ১০লাখ ৫৬হাজার টাকা।