আজ বৃহস্পতিবার ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে রবীন্দ্রস্মরণ গৌরীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন গৌরীপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘রবীন্দ্র স্মরণ’ তারাকান্দা যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় যুবদল সভাপতি টুকুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল তারাকান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ব্র্যাকের অর্থ সহায়তা গৌরীপুরে কর্মরত সাংবাদিকদের স্মারকলিপি তারাকান্দায় বাট্টাভাটপাড়া এস.সি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষককে সংবর্ধনা গৌরীপুরে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী হলেন যাঁরা তারাকান্দায় মোটরসাইকেল দূর্ঘটনা বাড়ছে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে আশরাফ তুঙ্গে
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১১, ২০২৩, ৩:৫৬ অপরাহ্ণ




গৌরীপুরের স্বাধীনতা পদকপ্রাপ্ত সাহিত্যিক সাংবাদিক গোলাম সামদানী কোরায়শী আজ ৩২তম মৃত্যু বার্ষিকী

সাহিত্যে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক ইতিহাসবিদ অনুবাদক মুক্তিযুদ্ধের সংগঠক গৌরীপুরের কৃতি সন্তান গোলাম সামদানী কোরায়শী আজ বুধবার (১১ অক্টোবর/২০২৩) ৩২তম মৃত্যু বার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে গৌরীপুর লেখক সংঘের উদ্যোগের ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বিকাল ৪টায় স্বজন সমাবেশে কার্যালয়ে আলোচনা সভা ও স্মরণসভার আয়োজন করেছে।
গোলাম সামদানী কোরায়শীর বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বীরআহাম্মদপুর গ্রামে। মাতুলালয় কেন্দুয়া উপজেলার কাউরাটে জন্ম নেন ১৯৩০সনের ৫এপ্রিল। বাবার নাম মৌলভী বাবু শেখ আবু আছল মোঃ আব্দুল করিম কোরায়শী আর মায়ের নাম আলতাবেন্নেছা। সহধর্মিণী সায়িদা কোরায়শী। দাম্পত্য জীবনে ছিলেন ৫ পুত্র ও ২ কন্যার জনক।

গোলাম সামদানী কোরায়শী ভাষাতত্ত¡বিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর আগ্রহে তিনি ১৯৬১সনের ২ ফেব্রæয়ারি বাংলা একাডেমির আঞ্চলিক বাংলা ভাষার অভিধান রচনায় সহকারি সম্পাদক হিসাবে যোগ দেন। তাঁর ১ম অনুবাদ গ্রন্থ ‘কালিলা ও দিমনা’ এরপরে ইবনে খালদুন-এর আল-মুকাদ্দিমা (১ও ২খন্ড), হেজাজ-এর সওগাত ও তারিখ-ই-ফিরোজশাহী অনুবাদ করেন।
আরবি সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস-সাহিত্য ও ঐতিহ্য, ইসলাম ও আমেরিকা নামে প্রবন্ধ গ্রন্থ, ঐতিহ্য অন্বেষা, পিতৃভাষা, আসামির কাটগড়ায়, আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইসলাম নামে সংকলিত প্রবন্ধ, স্বর্গীয় অশ্রæ, মহাপ্লাবন, পুত্রোৎসর্গ, চন্দ্রাতপ নামে উপন্যাস, ছোটদের দুদু মিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব নামে জীবনীগ্রন্থ প্রকাশিত হয়। গবেষণামূলক গ্রন্থ তোহফা-এর অনুবাদ ও সম্পাদনা, ‘টাপুর টুপুর’ এর নিয়মিত লেখক ছিলেন। ১৯৬৮সনে তিনি ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করেন।

আত্মজীবনীমূলক অসমাপ্ত রচনা ‘সিন্ধুর এক বিন্দু’ ২০০০সনে সূচীপত্র প্রকাশন প্রকাশ করে। তিনি ময়মনসিংহ প্রেসক্লাবের সদস্য ও সাহিত্যে অবদানের জন্য সাহিত্য পদক ছাড়াও বিভিন্ন পদকে ভূষিত হন। ১৯৯১সনের ১১ অক্টোবর মৃত্যু বরণ করেন।
প্রবন্ধ-উপন্যাস-শিশু সাহিত্য প্রভৃতি মৌলিক রচনা সমূহে চড়িয়ে ধিরেন মূল্যবান চিন্তাধারা-এভাবে বিদ্যাজগতে তাঁর কর্ম অধিষ্ঠান। বুদ্ধিজীবি সংগ্রাম পশিবির (মুক্তিযুদ্ধকালীন) সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহ অসংখ্য সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে নেতৃত্বের মাধ্যমে সামাজিক দায়িত্বও পালন করেন। ধর্মকে গভীরভাবে অধ্যয়ন করে স্বর্ণপদক প্রাপ্ত টাইটেল পাশ মৌলানা থেকে যাঁর উত্তরণ ঘটলো একজন ধর্মনিরপেক্ষ মুক্তবুদ্ধির মানুষে, আরজ আলী মাতুব্বর থেকে জ্যাঁ পল সার্ত্রে, এঁদের কাতারে দাঁড়িয়ে যিনি উপলদ্ধি করলেন জীবনকে, এরকম একটি জীবনের বিকাশ বৈচিত্র্য খুঁজে পাওয়া যায় ‘সিন্দুর এক বিন্দু’তে। এ গ্রন্থটি সমস্ত দ্বিধা দ্বন্ধ কাটিয়ে সচেতন ঋদ্ধ পাঠককে পৌঁছে দেয় গোলাম সামদানী কোরায়শী’র জীবন ও ওই সময়।

‘গৌরীপুরের ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থে গোলাম সামদানী কোরায়শীর সাহিত্যকর্মের পরিচিতিতে রয়েছে প্রবন্ধগ্রন্থ ঃ আরবি সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস, সাহিত্য ও ঐতিহ্য, এবং ইসলাম ও আমেরিকা।। সঙ্কলিত প্রবন্ধের বই ঃ ঐতিহ্য অন্বেষা, পিতৃভষা, আসামির কাটগড়ায়, আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইসলাম ইত্যাদি। উপন্যাস ঃ স্বর্গীয় অশ্রæ, মহাপ্লাবন, পুত্রোৎসর্গ, চন্দ্রাতপ। উল্লেখ্য সেমিটিক মিথলজি অবলম্বনে রচিত উপন্যাসগুলো বেশ সুখপাঠ্য। জীবনীগ্রন্থ ঃ ছোটদের দুদু মিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব। দুটি বইয়েরই প্রকাশ করে শিশু একাডেমি। তাছাড়া চট্টগ্রাম থেকে প্রকাশিত শিশু সাহিত্য পত্রিকা ‘টাপুর টুপুর’ এ তিনি নিয়মিত লেখক ছিলেন তিনি। গবেষণামূলক গ্রন্থ ঃ তোহফা-এর অনুবাদ ও সম্পাদনা করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১