বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরের স্বাধীনতা পদকপ্রাপ্ত সাহিত্যিক সাংবাদিক গোলাম সামদানী কোরায়শীর ৩০তম মৃত্যু বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ অক্টোবর, ২০২১
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১১, ২০২১, ১১:২১ অপরাহ্ণ

সাহিত্যে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক ইতিহাসবিদ অনুবাদক মুক্তিযুদ্ধের সংগঠক গৌরীপুরের কৃতি সন্তান গোলাম সামদানী কোরায়শীর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে (১১ অক্টোবর/২০২১) যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শোকর‌্যালি ও স্মরণসভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর গণগ্রন্থকারের নির্বাহী পরিচালক লেখক রণজিৎ কর। স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু, ভুটিয়ারকোনা সাধারণ পাঠাগারের সভাপতি এম.এ কদ্দুছ, লেখক আওলাদ হোসেন জসিম, ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক আমিরুল মোমেনীন, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, রমজান আলী মুক্তি, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, রির্পোটার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম, ইব্রাহিম স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজহারুল ইসলাম, দৈনিক বাহাদুর ওয়েব ইনচার্জ তাসাদুল করিম প্রমুখ।