শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরের সিধলা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. জয়নাল আবেদীন ৫হাজার ৩৪৬ ভোট পেয়ে বিজয়ী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
মোস্তাফিজুর রহমান বুরহান || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৮, ২০২২, ১২:০৯ পূর্বাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নে সোমবার (৭ ফেব্রুয়ারি/২০২২) স্থগিত দুই কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সিধলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদিন ৫৩৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. একদিন হোসেন তালুকদার পেয়েছেন ৩৮৯০ ভোট। ফলাফল ঘোষণা করেন ইউনিয়ন নির্বাচনে নিয়োজিত রিটার্নিং অফিসার উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা নির্বাচন অফিসার সজল কুমার সরকার।
ফলাফল গ্রহণ করেন বিজয়ী প্রার্থী জয়নাল আবেদীনের ভাতিজা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের জাতীয় কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি তানজীর আহমেদ রাজিব। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের জাতীয় কমিটির সদস্য ও উপজেলা তাঁতলীগের সহসভাপতি সমাজসেবক মো. গোলাম সামদানী খান সুমন ও দলীয় নেতৃবৃন্দ।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের শেখ শ্যামছ উদ্দিন ৩০৫৬ ভোট ও মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান পেয়েছেন ১৯৫৬ভোট, টেবিল ফ্যান প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম ১২৬৩ ভোট, ঢোল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ইকবাল হোসেন তালুকদার ৪৮৯ ভোট, অটোরিক্সা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম ৩৬০ ভোট, ইসলামী হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আতাউর রহমান ২২০ ভোট, লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আব্দুস সালাম ২০৪ ভোট, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ ১০২ ভোট, সিংহ প্রতীকের প্রার্থী মো. শাহজাহান কবীর ৩৫ ভোট।