আজ বৃহস্পতিবার ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২৫, ২০২২, ১১:৪০ অপরাহ্ণ




গৌরীপুরের সাদামনের মানুষ আলহাজ্ব আব্দুল বারী ভূইয়া আর নেই

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নুর মহল নিবাসী সাদামনের মানুষ আলহাজ্ব আব্দুল বারী ভূইয়া (৭৫) বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—– রাজিউন)। তার পরিবার সূত্র জানায়, ময়মনসিংহের বাসায় হাঁটার সময় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন, হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে এক ছেলে দুই মেয়ে, মেয়ের জামাতা, পুত্র বধূ, নাত-নাতীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযায় জুম্মা নামাজের পর ঐতিহাসিক শহীদ হারুণ পার্কে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে গৌরীপুর পৌর কবরস্থানে স্ত্রী’র পাশে চিরনিন্দ্রায় শায়িত হন। তিনি গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিকবার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নুর জাহানের স্বামী। তিনিও কিছুদিন পূর্বে চিরবিদায় নেন। তারা হলেন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯৭ব্যাচের মেধাবী শিক্ষার্থী বর্তমানে সোনালী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ শাখার প্রিন্সিপাল অফিসার শামীমা সুলতানা শিমুর বাবা।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ক্লাব ৯৭ গৌরীপুরের সভাপতি সুশান্ত সাহা প্রেমু ও সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন। তাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনাব আব্দুল বারী স্বাস্থ্য বিভাগে চাকুরী করেছেন। চাকুরী জীবনে অত্যন্ত সৎ ও দক্ষতার পরিচয় দেন। অবসর জীবনে ধর্মীয় আদর্শে জীবন পরিচালিত করেন। তিনি প্রতি বছর হাজীদের নিয়েও নিয়মিত সমাবেশ করতেন। তাকে হারিয়ে আমরা আরও একজন অভিভাবক শূণ্য হলাম। তারা সৃষ্টিকর্তার নিকট উভয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০