আজ শুক্রবার ১৫ই চৈত্র, ১৪৩০, ২৯শে মার্চ ২০২৪

শিরোনাম:
তারাকান্দায় হাতপা বাধা মহিলার মরদেহ উদ্ধার কামারিয়া ইউনিয়নকে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করছে ইউপি চেয়ারম্যান আজহার খুলনার মাকসিদুলের বিভীষিকাময় ২৪ ঘণ্টা : গৌরীপুরেটর্চারসেল থেকে আবারও যুবক উদ্ধার \ গ্রেফতার-১ মুক্তিযুদ্ধা মেজবা উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গৌরীপুরে বিএমএসএফের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ময়মনসিংহে মেধা ও যোগ্যতায় পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেলেন ১২৮ জন পুলিশের উর্দ্বতন কর্মকর্তা পরিচয়ে ফেইসবুকে প্রতারণা।  ডিবির হাতে গ্রেফতার মসিকের উদ্যোগে ৫৫০ টাকা কেজি গরুর মাংস বিক্রি শুরু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হলেন ময়মনসিংহের রাকিবুল হাসান মিলন
মোস্তাফিজুর রহমান বুরহান || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৭, ২০২১, ১১:৩৬ অপরাহ্ণ




গুটিকয়েক স্বার্থপর লোভী মানুষের জন্যে আওয়ামীলীগ কলংকিত হচ্ছে…শফিউল আলম চৌধুরী নাদেল

আমাদের ভাই সাহসী যোদ্ধা বারবার যে সামনের কাতরে ছিলো আদর্শিক অবস্থা থেকে বীরদর্পে গণতন্ত্রের কথা বলেছে সেই শুভ্র আজ নেই। আমাদের আত্মসমালোচনা করতে হবে আদর্শের জায়গায় আরো শানিত করতে হবে। তাহলে পরেই আমরা আমাদের মিছিলের শুভ্র’র মতো প্রিয়মুখগুলোকে হারিয়ে ফেলবো না। ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১৭ অক্টোবর) ধানমহালে অনুষ্ঠিত শুভ্র’র স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গুটিকয়েক স্বার্থপর লোভী মানুষের জন্যে আওয়ামীলীগ কলংকিত হচ্ছে। আজকের যে জায়গায় ৭২’র সংবিধানের কথা বললে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয় নিয়ে প্রশ্ন তুলে আমাদেরকে ভাবতে হবে! আমরা আমাদের আদর্শের কোন জায়গায় রয়েছি, না আমরা অন্ধ মৌলবাদি চক্রান্তের কপ্পরে পড়ে দলের অভ্যন্তরে জামাত-শিবিরের আদর্শ শুধু লালন-পালন নয়; তাদের আদর্শে আমরা দীক্ষা নিচ্ছি!
তিনি আরো বলেন, ধর্মনিরপেক্ষতার কথা বলতেই আমাদের বুকে লাগে, ৭২’র সংবিধানের কথা বলতেই আমরা ভীত হয়ে যাই! আওয়ামী লীগের একেকজন কর্মী যদি বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। আমরা সংখ্যায় যাই হই না কেন! আমাদের আদর্শের জায়গায় আমাদেরকে বিশ^স্থ্য থাকতে হবে। এই জায়গায় ৯৯ পেলেও তাদেরকে পাস দেয়া যাবে না।
নাদেল আরো বলেন, যারা বিভিন্ন মন্দিরে হামলা করেছে তারা শুক্রবার কতজন মসজিদে গিয়েছে কতজন জুম্মার নামাজ পড়েছে। দেশের ও দেশের বাহিরে থেকে ষড়যন্ত্র চলছে।
মদদদাতা হচ্ছে খুনি জিয়াউর রহমানের কুখ্যাত বোমাবাজ মাদকব্যবসার সঙ্গে জড়িত সেই তারেক রহমান।
লন্ডনে বসেবসে তার পিতা বলেছিলো রাজনীতিকে রাজনীতিবিদদের জন্য কঠিন করে দিবে। তার লাশটাও খোঁজে পাওয়া যায়নি। ডিএনে টেস্ট করলেই বুঝা যাবে চন্দ্রিমা উদ্যানে কার লাশ? হয়তো জিয়াউর রহমানের লাশ খোঁজে পাওয়া যাবে পাবর্ত্য চট্টগ্রামের গহীন জঙ্গলে।
তিনি আরো বলেন, শিক্ষা কম থাকলেও খালেদা জিয়া ভদ্র মহিলা, এই ভদ্র মহিলার কয়টা জন্ম তারিখ থাকতে পারে!
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন। গত বছরের ১৭ অক্টোবর শুভ্রকে পৌর শহরের মধ্যবাজার বাজার পান মহালে গণসংযোগ করে চায়ের দোকানে বসা অবস্থায় প্রকাশ্যে কুপিয়ে সন্ত্রাসীরা হত্যা করেন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য রেমন্ড আরেং, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. জহিরুল হক খোকা, সহসভাপতি নাজিম উদ্দিন আহমেদ এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাবেক এমপি রওশন আরা নজরুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. সামীউল আলম লিটন, শরীফ হাসান অনু, কৃষি বিষয়ক সম্পাদক ড. এ. কে. এম আবদুর রফিক, সদস্য নাজনীন আলম, এডভোকেট নীলুফার আনজুম পপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য মোর্শেদুজ্জামান সেলিম, উপকমিটির সদস্য চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি, ঈশ^রগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, শুভ্র’র চাচা সাদেকুর রহমান সেলিম, শুভ্র’র স্ত্রী তাহরিমা আক্তার চুমকী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট এ.বি.এম নূরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, সহসভাপতি তানজীর আহমেদ রাজিব।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, যুগ্ম সম্পাদক ম. নূরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১