বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

খালেদা জিয়ার বিষয়ে জরুরি ব্রিফিংয়ে আসছেন আইনমন্ত্রী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৪, ২০২০, ৪:১১ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আবেদনের বিষয়ে জরুরি ব্রিফিংয়ে আসছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার বিকাল ৪ টায় তিনি গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।

আইনমন্ত্রীর গুলশান অফিসে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইনমন্ত্রী খালেদা জিয়ার জামিন কিংবা প্যারোলে মুক্তির বিষয়ে কথা বলবেন কিনা জানতে চাইলে রেজাউল করিম বলেন, এ বিষয়ে আইনমন্ত্রী বিস্তারিত বলবেন।

প্রসঙ্গত, দুর্নীতির দুই মামলায় দণ্ডিত হয়ে দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কারা হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে তার ‍মুক্তির দাবি করে আসছে বিএনপি।

টি.কে ওয়েভ-ইন