শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কেন্দুয়ায় উপজেলা পরিষদ ভবন লকডাউন ঘোষণা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ১৪, ২০২০, ১২:১১ পূর্বাহ্ণ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপজেলা পরিষদ ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে। ইউএনও, থানার ওসির করোনা শনাক্ত হওয়ায় তাদের সংস্পর্শে আসা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জন হোম কোয়ারেন্টিনে গেছেন।

এদের মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৫ জন এবং উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১১ জন রয়েছেন।

কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার খবিরুল আহসান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বেশ কয়েকজনের করোনা শনাক্ত হওয়ায় উপজেলা পরিষদ ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে। অতি জরুরি প্রয়োজন হলে সেখানে যাওয়া হবে। এছাড়া তিনিসহ ১১ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান জানান, তার সংস্পর্শে আসায় পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাসহ ১৫ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, ১১ এপ্রিল কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান করোনাভাইরাস আক্রান্তে শনাক্ত হন। তারা তাদের বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।