শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কুড়িগ্রাম জেলায় পূনরায় বন্যার পূর্বাভাস

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
রনবীর রায় রাজ || জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম৷
  • প্রকাশিত সময় : আগস্ট, ২, ২০২২, ৭:২৭ অপরাহ্ণ

কুড়িগ্রাম জেলার কয়েকটি উপজেলায় পূনরায় বন্যার পূর্বাভাস দেখা দিয়েছে, উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়ন, বেগম গুঞ্জ ইউনিয়ন, আলগা ইউনিয়ন, বজরা থেতরাই ও দললিয়া ইউনিয়নে পূনরায় বন্যার আশংকা দেখা দিয়েছে৷ এদিকে চিলমারীর ব্রম্মপুত্রে পানির বৃদ্ধি। ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডপে নদী ভাঙ্গন।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিদর্শন কালে দেখা যায়, আগের তুলনায় বতর্মান পানির পরিমাণ অনেক বেশি। যা জনসাধারণের মনে ভয়ের আশংকায় ফেলেছে৷ সরজমিন এ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, এই তো কয়েক দিন হল এক বন্যার রেস কাটতে না কাটতে আবারো বন্যার সম্ভবনা, না জানি কপালে কি রেখেছে আল্লাহ। পূনরায় পানি বৃদ্ধিতে বন্যা কবলিত অসহায় মানুষের হাহাকার কি হবে এবার? ঘরে তো মোদের কিছু নেই মজুদ খাবার। তারপর তো গরু ছাগলের জ্বালা খড় পাতা কিছুই তো নাই৷

সর্বোপরি বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের একটাই চাওয়া চিরস্থায়ী বাধ নির্মাণ। যার ফলে আমাদের কে যেন বার বার বন্যার আগ্রাসনের শিকার হতে না হয় এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কতৃক স্থায়ী সমাধান চায় এলাকাবাসী।