বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কুড়িগ্রামের সাংবাদিককে কারাদন্ডের প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ॥ জেলা প্রশাসকের অপসারণের দাবী

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৪, ২০২০, ৭:৩৫ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের বাংলা ট্রিবিউন ও দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলামকে কারাদন্ডের প্রতিবাদে শনিবার (১৪মার্চ/২০২০) ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক সমাজ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

বক্তরা সাংবাদিক আরিফুল ইসলামের নিঃশর্ত মুক্তি এবং সরকারি ক্ষমতা অপব্যবহার করায় কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীনের অপসারণ-দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজয়’৭১ পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসকাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরীপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ রইছ উদ্দিন। বক্তব্য রাখেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর প্রেসকাবের সাবেক সভাপতি কমল সরকার, কোষাধ্যক্ষ শামীমা খান, গৌরীপুর রির্পোটার্স কাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাবেক সভাপতি মহসীন মাহমুদ, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, দুর্নীতিবার্তার প্রতিনিধি এইচটি তোফাজ্জল হোসেন, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম প্রমুখ।

টি.কে ওয়েভ-ইন