মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ আগস্ট, ২০২২
রনবীর রায় রাজ || জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম৷
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৭, ২০২২, ১০:১৩ পূর্বাহ্ণ

রক্তাক্ত বিভীষিকাময় ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে ইতিহাসের নৃশংসতম এ হামলার সাথে জড়িত পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবিতে রবিবার (২১) আগস্ট দুপুর সাড়ে ১১টায় উপজেলা ছাত্রলীগের ডাকে ফুলবাড়ী উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেনের সঞ্চালনায়, ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের তৌকির হাসান তমালের সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা দুলাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, যুব মহিলা লীগের সভাপতি শামীমা আক্তার পারুল, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ও বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, উপজেলা মৎস্য জীবী লীগের আহ্বায়ক সেরাজুল ইসলাম সেরা।

অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাকালে নেতারা ২১ শে আগস্ট বর্বরোচিত হামলায় সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ইতিহাসের নৃশংসতম এ হামলার সাথে জড়িত আসামিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মী সহ সকল সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।