বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কুড়িগ্রামে ৯ মাস বয়সী শিশুর লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ মার্চ, ২০২৩
রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মার্চ, ১৩, ২০২৩, ৭:০৪ অপরাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৯ মাস বয়সের এক শিশুর লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। সোমবার রাত ৩ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামে ওই শিশুর বাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম আব্দুর রহমান। সে ওই গ্রামের লিমন ইসলাম ও মৌসুমি বেগম দম্পতির একমাত্র সন্তান। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করে সোমবার দুপুরে পুলিশ ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে। নিহত শিশুর মা মৌসুমি বেগম বলেন, চার – পাঁচদিন ধরে আমার বাচ্চাটি জ্বর, শ্বাসকষ্ট ও মুখের ঘা রোগে ভুগছে। স্থানীয় ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছে তার। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে সে খুব কান্নাকাটি করে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ে। এসময় তার বাবা বাড়ীতে ছিলেন না। আমি বাচ্চাকে বিছানায় শোয়ায়ে রেখে রান্না ঘরে যাই। রান্না শেষে রাত ৯ টার দিকে ঘরে এসে দেখি আমার বুকের ধন মারা গেছে। Hide quoted text নিহত শিশুর দাদী হাছিনা বেগম জানান, নাতিটা কয়েকদিন থেকে অসুস্থ। গতকাল রাতে ছেলের বউয়ের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি সে মারা গেছে। স্থানীয় রাবিয়া বেগম, রুবিনা খাতুন ও হাশেম আলী বলেন, বেশকিছু দিন থেকে শিশুটি নানান রোগে ভুগছে। গতকাল রাতে চিৎকার চেঁচামেচি শুনে গিয়ে দেখি শিশুটি মারা গেছে। পরে রাতে পুলিশ এসে শিশুটির লাশ থানায় নিয়ে গেছে। এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম জানান, ৯৯৯ এবং স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত দুইটার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে শিশুটির মৃত্যুর সঠিক কারন উদঘাটন করা সম্ভব হয়নি। তাই মৃত্যুর সঠিক কারন উদঘাটনের জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।