শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব‍্যাতিক্রমীধর্মী দুই প্রতিবন্ধি দম্পতির বিয়ের আনন্দে ভ‍্যানগাড়ী র‍্যালি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মার্চ, ১৪, ২০২৩, ১:০৯ অপরাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে মঙ্গলবার ( ১৪ই মার্চ ) শারীরিক প্রতিবন্ধি দুই দম্পতির ব্যাতিক্রমীধর্মী বিয়ের আনন্দে ভ্যানগাড়ী র্যালী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত রবিবার (১২ই মার্চ) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বীরেন রায়ের ছেলে মনেশ্বর রায় (২৫) ও লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার উকিল রায়ের মেয়ে সাবিত্রী রায় (১৯) সঙ্গে হিন্দু ধর্মীয় শাস্ত্র মতে, তাদের বিয়ে সম্পূর্ণ হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের বিয়ের ২ দিন পর আজ মঙ্গলবার দুই দম্পতিকে নিয়ে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে ঢাক ঢোল বাজিয়ে ও ভ্যান গাড়ী করে বিয়ের আনন্দ উর্যাপন করেন। এই ব্যাতিক্রামীধর্মী বিয়ে দেখতে সাধারণ মানুষ ভিড় করেন বর ও কনে দেখতে। বরের বাবা বীরেন রায় বলেন, বিয়ের আনন্দের র্যালীর বিষয়ে আমাকে স্থানীয়রা বলেছেন যে আমরা বিয়ের যাবতীয় খরচ বহন করব। স্থানীয় লোক গণেশ রায় বলেন, ব্যাতিক্রামীধর্মী বিয়ে আমারা এর আগে দেইনি তাই এইবার স্থানীয়দের সাহায্যে সহযোগিতা নিয়ে তাদের বিয়েতে আনন্দ করলাম