শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কি ছু মা নু ষ : আজম জহিরুল ইসলাম

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ আগস্ট, ২০২১
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৮, ২০২১, ৯:৩৪ পূর্বাহ্ণ

কিছু কিছু মানুষ আছে
ভালো কাজে ব্যস্ত
কিছু কিছু মানুষ আছে
মন্দ কাজে ন্যস্ত।

কিছু কিছু মানুষ আছে
কাকের মতো গলা
কিছু কিছু মানুষ আছে
করে ছলাকলা।

কিছু কিছু মানুষ আছে
ঘুষের পিছে ছুটে
কিছু কিছু মানুষ আছে
পরের মাল লুটে।

কিছু কিছু মানুষ আছে
রায় লিখে ফাঁসি
কিছু কিছু মানুষ আছে
বাংলার চাষী।

কিছু কিছু মানুষ আছে
নেশা করে নিত্য
কিছু কিছু মানুষ আছে
বলি তারে ভৃত্য।

কিছু কিছু মানুষ আছে
লিখে ছড়া-গল্প
কিছু কিছু মানুষ আছে
কথা বলে অল্প।

কিছু কিছু মানুষ আছে
তাক করে অস্ত্র
কিছু কিছু মানুষ আছে
কেড়ে নেয় বস্ত্র।

কিছু কিছু মানুষ আছে
সিঁধ কাটে ঘরে
কিছু কিছু মানুষ আছে
না খেয়ে মরে।

কিছু কিছু মানুষ আছে
কাটে নদী-খাল
কিছু কিছু মানুষ আছে
মরিচের ঝাল।

কিছু কিছু মানুষ আছে
ছুঁড়ে মারে ঢিল
কিছু কিছু মানুষ আছে
তাল করে তিল।

কিছু কিছু মানুষ আছে
মারে শুধু তেল
কিছু কিছু মানুষ আছে
মাথায় ভাঙে বেল।

কিছু কিছু মানুষ আছে
অকারণে জ্বালায়
কিছু কিছু মানুষ আছে
চুরি করে পালায়।

কিছু কিছু মানুষ আছে
বোমাবাজি করে
কিছু কিছু মানুষ আছে
নিজ দোষে মরে।

কিছু কিছু মানুষ আছে
দুধ-ভাত খায়
কিছু কিছু মানুষ আছে
আড়ে-আড়ে চায়।

কিছু কিছু মানুষ আছে
দুঃখ রাখে চেপে
কিছু কিছু মানুষ আছে
ভয়ে উঠে কেঁপে।

কিছু কিছু মানুষ আছে
চুষে খায় রক্ত
কিছু কিছু মানুষ আছে
শক্তের ভক্ত।

কিছু কিছু মানুষ আছে
শয়তানিতে পাকা
কিছু কিছু মানুষ আছে
খুঁজে কালো টাকা।

কিছু কিছু মানুষ আছে
বউকে ধরে কিলায়
কিছু কিছু মানুষ আছে
টাকা-কড়ি বিলায়।

কিছু কিছু মানুষ আছে
আহা কী সুন্দর
কিছু কিছু মানুষ আছে
অবিকল বান্দর।

কিছু কিছু মানুষ আছে
ভাঙে বাস-গাড়ি
কিছু কিছু মানুষ আছে
খায় মদ-তাড়ি।

কিছু কিছু মানুষ আছে
সন্দেহ-প্রবণ
কিছু কিছু মানুষ আছে
বেশি খায় লবণ।

কিছু কিছু মানুষ আছে
দামি সেন্ট মাখে
কিছু কিছু মানুষ আছে
ফুটপাতে থাকে।

কিছু কিছু মানুষ আছে
রাজনীতি পেশা
কিছু কিছু মানুষ আছে
দুর্নীতি-ঘেষা।