শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

কাল থেকে ঢাকা-ময়মনসিংহ যানবাহন চলাচল বন্ধ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৫, ২০২২, ৬:৩৩ অপরাহ্ণ

ময়মনসিংহ-ঢাকা সড়কের বেহালদশায় কোনরূপ উন্নতি না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ সড়কে কাল রোববার থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামীকাল থেকে বন্ধ থাকবে বৃহত্তর ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত সকল যোগাযোগ ব্যবস্থা।

আপনারা জানেন এবং নিশ্চয়ই অবগত আছেন,আমরা যারা ঢাকা যাতায়াত করি ময়মনসিংহ থেকে গাজিপুর পর্যন্ত ১ ঘন্টা সময় গেলেও গাজিপুর থেকে ঢাকা মহাখালী যেতে সময় লাগছে ৩-৫ ঘন্টার মত এক দূর্বিসহ সময়।
এক্সপ্রেস ওয়ের কাজ যেমন ঢিমে তালে এগোচ্ছে তেমনি গাড়ি চলাচলের রাস্তাও বিভিন্ন খানা খদ্দে ভরা।

গত ২ জানুয়ারি ২০২২ ইং তারিখ ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ও ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় ১৫ জানুয়ারি ২০২২ ইং তারিখের মধ্যে যাতায়াত ব্যবস্থার চলাচলের উপযোগী করার লক্ষ্যে দৃশ্যমান কোন উন্নয়ন না ঘটলে বৃহত্তর ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা ছাড়া আমাদের কোন উপায় থাকবে না।

উক্ত সমস্যা সমাধানের দৃশ্যমাম কোন পরিবর্তন না হওয়ার পরিবহন শিল্প সহ সকল ব্যবসায়ীক মহলকে রক্ষা করার লক্ষ্যে আগামী ১৬ জানুয়ারী (রবিবার) ২০২২ ইং থেকে বৃহত্তর ময়মনসিংহের (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল) যোগাযোগ ব্যবস্থা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ থাকবে।(বিস্তারিত আসছে)।