বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কর্মহীন ও দুস্থদের ত্রাণ সামগ্রী দিচ্ছে ২০১৭ব্যাচের মাইটি-১৭

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ১২, ২০২০, ১১:১৫ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষ ও অসহায়দের পাশে দাঁড়াচ্ছে একের পর এক সংগঠন। সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ব্যাচভিত্তিক সংগঠনগুলোও গৌরীপুর সরব। সাধারণ মানুষের কল্যাণে আর্তমানবতার কাজে এগিয়ে এসেছে এবার এসএসসি ২০১৭ব্যাচের সংগঠন মাইটি-১৭।

মঙ্গলবার (১২ মে/২০২০) তারা গৌরীপুরের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিতরণ কাজে অংশ নেন ২০১৭ব্যাচের শিক্ষার্থী আনোয়ারুল হক শাওন, সাখাওয়াত ইবনে আলী সায়েম, মুবতাসিম ফুয়াদ নাবিল, রাগিব শাহরিয়ার রিফাত, তৌকির হোসেন সাগর, আব্দুল্লাহ আল মামুন, ইবনে সিদ্দিক রাতুল, রাফিদ হাসনাত রাফি প্রমুখ।

 

সাখাওয়াত ইবনে আলী সায়েম জানান, ২০১৭ব্যাচের আমাদের বন্ধুদের অর্থায়নে করোনা ভাইরাসকালীন এ মহামারীতে অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ইতোমধ্যে আমরা ১৫০জনকে ত্রাণ সামগ্রী দিয়েছিলাম। এবার আরো ১৫০জনকে ত্রাণ সামগ্রী দিচ্ছি। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।