শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

করোনা : যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৪, ২০২০, ১:৫০ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে করোনা মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলার সহায়তা তহবিলের ঘোষণা দেন তিনি।

শুক্রবার সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ফেডারেল সরকারের পূর্ণ ক্ষমতা প্রকাশের জন্য, আমি সরকারিভাবে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করছি। সেইসঙ্গে তিনি বলেন, করোনার মোকাবিলা করতে ৫০ বিলিয়ন ডলার বিশাল অংকের টাকা।

ট্রাম্প বলেন, আগামী ৮ সপ্তাহ ক্রিটিকাল, আমরা শিখতে পারি এবং এই ভাইরাসকে কোণঠাসা করবো। সেইসঙ্গে ট্রাম্প দেশটির প্রত্যেকটি হাসপাতালকে জরুরি প্রস্তুতি পরিকল্পনা নেয়ার আহ্বান জানান।

করোনায় যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ হাজার ৪৫ জন আক্রান্ত হয়েছে। এতে মারা গেছেন ৪১ জন। দেশটির ৩৫ টির বেশি রাজ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের বিস্তার শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের ১২৫ টির বেশি দেশে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি মানুষের।

এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কোভিড-১৯ এর বিস্তারকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে।

টি.কে ওয়েভ-ইন