বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ -|- ১৪ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

করোনা ভাইরাস দুর্যোগকালীন সময়ে এমপি মোসলেম উদ্দিনের তৎপরতা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৮, ২০২০, ৮:২০ অপরাহ্ণ

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার,

ময়মনসিংহ করোনা ভাইরাস নিয়ে দুর্যোগকালীন সময়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়ার মাটি ও মানুষের পরীতি নেতা, গণপরিষদ সদস্য, ১৫১-ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসন থেকে বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, জননেতা আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এমপি সার্বনিক তার নির্বাচনী এলাকার জনগণের খোঁজ খবর নিচ্ছেন। স্থানীয় প্রশাসন, আইন শৃংখলা বাহিনী, জনপ্রতিনিধি ও দলীয় নেতা কর্মীদের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন । করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকারের নির্দেশনায় টানা ১০দিন বন্ধকালীন সময়ে অসহায়, দিনমজুর, খেটে খাওয়া মানুষজন একমুঠো ভাতের জন্য যাতে নিজ ঘর ছেড়ে রাস্তায় নেমে না আসে সেই লক্ষে অসহায় মানুষের তালিকা প্রস্তুত করার নির্দেশনা দিয়েছেন। সেই অনুপাতে অতিদ্রুত খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। মোসলেম উদ্দিন এডভোকেট এমপি সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলে নিজ নিজ ঘরে অবস্থান করাসহ নিজ বাড়ির আঙ্গিনা, ঘর দরজা ও নিজে পরিস্কার পরিচ্ছন্ন থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন।