শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ॥ গৌরীপুরে পৌরসভার সড়কে জীবানুনাশক স্প্রে করলেন পৌর মেয়র

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৯, ২০২০, ৪:১৫ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে রোববার (২৯মার্চ/২০) পৌর শহরের সড়কগুলোতে জীবানুনাশক স্প্রে করেন ফায়ার সার্ভিসে কর্মীরা। এ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। তিনি বলেন, বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মানতে হবে। আপনারা সরকারি নির্দেশনা মেনে চলুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, আপনারা ঘরে থাকুন, আমরা আপনাদের পাশে আছি, কেউ না মেরে মরবেন না। সরকারি সাহায্যের সঙ্গে আমরাও ব্যক্তিগতভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দিবো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আবু মুহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার, ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহফুজুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, কাউন্সিলার মোঃ আতাউর রহমান আতা, সাইফুল ইসলাম রিপন, মাসুদ মিয়া রতন, এসএম আলী আহাম্মদ, মোঃ নাজিম উদ্দিন রাতুল, শিউলী চৌধুরী, দিলুয়ারা আক্তার, জেসমিন আক্তার, ভারপ্রাপ্ত সচিব মদন দাস, জেলা যুবলীগের সদস্য তানজীর আহমেদ রাজীব, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। ময়মনসিংহ ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দিনব্যাপী পৌর শহরের সড়কগুলোতে জীবানুনাশক স্প্রে করে। পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম জানান, পৌরবাসীকে নিরাপদ রাখার লক্ষে এ কর্মসূচী অব্যাহত থাকবে। যেসকল সড়কে বড় গাড়ি যেতে পারেনি, সেসকল সড়কে পৃথকভাবে স্প্রে করা হচ্ছে।

টি.কে ওয়েভ-ইন