বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

করোনাভাইরাসে আক্রান্ত নায়ক হেলাল খানের বাবা, ভাই ও তার স্ত্রী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৬, ২০২০, ৭:৫৯ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়ক হেলাল খানের বাবা।

করোনায় আক্রান্ত হয়েছেন তার ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীও।

এক ফেসবুক স্ট্যাটাসে হেলাল খান এসব তথ্য জানিয়েছেন। বাবার সুস্থতার জন্য এখন যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন হেলাল খান।

তিনি জানিয়েছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তার বাবা। তবে তার ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীর অবস্থা উন্নতির দিকে।

ফেসবুকে হেলাল খান লিখেছেন, ‌‘আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন আছেন। আমার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নি অসুস্থ। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।’

প্রসঙ্গত, বাংলা সিনেমায় হঠাৎ করেই হেলাল খানের আগমন। তাকে অনেকে হাছন রাজা বলেই চেনে। তার আলোচিত ছবিগুলোর মধ্যে জুয়াড়ি, বাজিগর, সাগরিকা, আশা আমার আশা, হাছন রাজা, মমতাজ, গুরু ভাই, কুখ্যাত খুনি অন্যতম। এদের মধ্যে জুয়াড়ি ছবিতে খল চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। তার হাছন রাজা ছবিটিও বেশ দরশকপ্রিয়তা পায়। গত কয়েক বছর ধরে তাকে সিনেমায় দেখা যাচ্ছে না।