আজ শুক্রবার ১৫ই চৈত্র, ১৪৩০, ২৯শে মার্চ ২০২৪

শিরোনাম:
কামারিয়া ইউনিয়নকে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করছে ইউপি চেয়ারম্যান আজহার খুলনার মাকসিদুলের বিভীষিকাময় ২৪ ঘণ্টা : গৌরীপুরেটর্চারসেল থেকে আবারও যুবক উদ্ধার \ গ্রেফতার-১ মুক্তিযুদ্ধা মেজবা উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গৌরীপুরে বিএমএসএফের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ময়মনসিংহে মেধা ও যোগ্যতায় পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেলেন ১২৮ জন পুলিশের উর্দ্বতন কর্মকর্তা পরিচয়ে ফেইসবুকে প্রতারণা।  ডিবির হাতে গ্রেফতার মসিকের উদ্যোগে ৫৫০ টাকা কেজি গরুর মাংস বিক্রি শুরু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হলেন ময়মনসিংহের রাকিবুল হাসান মিলন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস :গৌরীপুরে পতাকা মিছিল ও সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন
||
  • প্রকাশিত সময় : মে, ৮, ২০২০, ৮:১৮ অপরাহ্ণ




করোনাবিধ্বস্ত পৃথিবী- আজম জহিরুল ইসলাম

করোনাবিধ্বস্ত পৃথিবী
আজম জহিরুল ইসলাম

গোটা পৃথিবীর মানুষ চরম উৎকণ্ঠায় পাড়ি দিচ্ছে প্রতিটি মুহূর্ত
করুণচাখে তাকিয়ে আছে অসহায় বিশ্ব
সমাজ-সভ্যতা আজ বিপর্যস্ত, ুদ্র একটি জীবাণুর আঘাতে
মানুষ আজ তবিত-দিশেহারা
কোথাও এক টুকরো নিরাপদ ভূমি নেই
যেখানে গিয়ে একটু আশ্রয় নেবে জগতের মানুষ
সবখানেই আজ মৃত্যুর ভয়ার্ত হাতছানি।
পৃথিবী সৃষ্টির পর মানুষ কখনো এমন বিপদে পড়েনি
থেমে থাকেনি সমাজ-সভ্যতা বির্নিমাণে
মানুষের সাধনালব্ধ গবেষণা, আবিষ্কার ও উদ্ভাবন
কোনো শক্তিই দাবিয়ে রাখতে পারেনি মানুষকে
বীরের মতোই মাথা উঁচু করে হেঁটেছে মানুষ
সেই মানুষই আজ আতংকে কম্পিত
ুদ্র একটি ভাইরাসের কাছে হার মানতে হচ্ছে মানুষকে
এই প্রাণঘাতী ভাইরাসটির নাম কভিড-ঊনিশ করোনা।
এই করোনা কাউকে করুণা করে না, পরোয়া করে না
কারো হুমকি-ধামকিতেও সে ভীত নয়
এতো ুদ্রাতিুদ্র সে, যাকে হাতে ধরা যায় না
ছোঁয়া যায় না, দেখার উপায় নেই চর্মচ।ে
করোনা আজ মানুষকে গৃহবন্দী করে রেখেছে
বন্ধ করে দিয়েছে সমস্ত যাতায়াত মাধ্যম
আকাশে শান্তির নীড় বিমান পাখা মেলে না
বাস ট্রেন লঞ্চসহ যোগাযোগ ব্যবস্থা বিপন্ন, বিপর্যস্ত
পর্যটন কেন্দ্রগুলো পর্যটক না পেয়ে খাঁ খাঁ করছে
মসজিদ মন্দির গির্জা প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয়
প্রতিষ্ঠানের দরজায় ঝুলছে তালা।
শিা প্রতিষ্ঠান, শিল্প কারখানা অফিস-আদালত সব বন্ধ
বিয়েযোগ্য ছেলেমেয়েরাও বসতে পারছে না বিয়ের পিঁড়িতে
সাংস্কৃতিক বা বিনোদন জগতও হাত গুটিয়ে বসে আছে
লম্বা ছুটি পেয়ে যার যার ঘরে অবস্থান করছে মানুষ
অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির, কোটি কোটি মানুষ বেকার
কর্মহীন শ্রমিকের আহাজারি শোনার কেউ নেই
ত্রাণের দাবিতে ভুখা মিছিল-বিােভ চলছে রাজপথে
খাবার না পেয়ে ত্রাণের গাড়ি লুট হচ্ছে অহরহ
কিছু বিবেকহীন জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী রাতের আঁধারে
চুরি করে নিয়ে যাচ্ছে গরিবের চাল-তেলসহ খাদ্যসামগ্রী
করোনা সন্দেহপ্রবণ রোগীরা একটু চিকিৎসার আশায়
হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরছে ঊর্ধ্বশ্বাসে
কিছু ডাক্তার রোগীদের পরীা না করে ফিরিয়ে দিচ্ছে
নিজেরা করোনা-সংক্রমিত হবার ভয়ে
তবে সম্মুখযোদ্ধা হিসেবে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা
জীবন বাজি রেখে সেবার কাজে নিয়োজিত
প্রশাসন সেনা পুলিশ র‌্যাব সাংবাদিকরাও পিছিয়ে নেই
করোনাকে প্রতিহত করতে; কিন্তু জীবনরার এই যুদ্ধে এঁরাই
তিগ্রস্ত হচ্ছে অধিক মাত্রায়।
পরাক্রমশালী আমেরিকা ইংল্যান্ড চীন জাপান ইতালি
ফ্রান্স স্পেন ভারত কোরিয়া জার্মান প্রভৃতি দেশ
আকাশপানে তাকিয়ে আছে উদাস দৃষ্টিতে
যারা জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ও অর্থবিত্তে শক্তিধর
তাদের চোখেও ব্যর্থতার অশ্রুবিন্দু
দেশ-বিদেশের বাঘা বাঘা রাষ্ট্রনায়ক ও সমরনায়কদের
কপালে আজ চিন্তার ভাজ, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে
উদ্বেগ-উৎকণ্ঠায় কেবলই ঘামছে, ভাসছে অশ্রুবন্যায়
অনেক সেলিব্রেটি-বিশিষ্টজনও করোনার বলি হয়ে পরপারে
দানব করোনার হাত থেকে অসহায় মানুষ মুক্তি চায়।
রাষ্ট্রনায়করা হয়তো ভাবছে, মতা নিয়ে আর বাড়াবাড়ি নয়
মানুষের জীবন নিয়ে কাড়াকাড়িও ভালো দেখায় না
দামি দামি যুদ্ধাস্ত্র পরমাণু-এটম বোমা তৈরি নিরর্থক
ফি বছর সামরিক বাজেট বৃদ্ধি করার চেয়ে
স্বাস্থ্য বাজেট বৃদ্ধি করা একান্ত জরুরি এখন!
দেশের সরকারি-বেসরকারি হাসপাতাল ও কিনিকগুলো
পরিণত হয়েছে লাশের ভাগাড়ে
প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে লাশের সংখ্যা
বুকফাটা আর্তনাদ আর চোখের জলে বিদায় দিচ্ছে
তাদের প্রিয় স্বজনদের; কাছে গিয়ে নয়, নিরাপদ দূরত্বে
দাঁড়িয়ে গুডবাই জানাতে হচ্ছে।
গোটা পৃথিবীকেই গ্রাস করে নিয়েছে করোনা ভাইরাস
বদলে দিয়েছে তার চিরচেনা চেহারা-পরিবেশ
মানবজাতিকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠা
করোনা প্রতিরোধে চিকিৎসাবিজ্ঞানীরাও বসে নেই
ভ্যাকসিন-টিকা আবিষ্কার নিয়ে তারা ব্যস্ত।
ধর্মবিশ্বাসীরা মনে করে, এটি আল্লাহ কর্তৃক গজব
পাপে জর্জরিত মানুষকে হেদায়েত করতেই
করোনা নামের এই ভাইরাসটি পাঠিয়েছে দুনিয়ায়।
এদিকে আমেরিকার দাবি ভিন্নতর, তাদের বদ্ধমূল ধারণা
এই ভাইরাস আবিষ্কারে চীনের ভূমিকা রয়েছে
কোনো ল্যাবরেটরিতে তৈরি হয়েছে এই ভাইরাসটি
উহানে লিক হওয়ার পর সারাবিশ্বে এটি ছড়িয়ে পড়ে।
পাগলের প্রলাপ বলে একে উড়িয়ে দিয়েছে চীন
তাদের দাবি, এই প্রাণঘাতী করোনার আবিষ্কারক
আমেরিকা ছাড়া আর কেউ হতে পারে না!
বিশ্বের মানুষকে পদানত করে রাখতেই
এটি তাদের পূর্ব পরিকল্পনার ফসল।
তুমুল যুক্তিতর্ক যাই হোক না কেনো, এটা ধ্রুব সত্য যে
এই করোনা বিশ্বমানবতার এক বিরাট হুমকি
বিশ্বকে নিঃস্ব করার এক অপপ্রয়াস।
সর্বত্র দাপিয়ে বেড়ানো এই জীবাণু এক ধ্বংসযজ্ঞের নাম
সে মারতে জানে, কিন্তু গড়তে জানে না
তার ডিকশেনারিতে ‘সৃষ্টি’ বলে কোনো শব্দ নেই
আছে ধ্বংস তাণ্ডব বিনাশ প্রলয় পতন ও সংহার।
আরো নতুন কিছু শব্দ উপহার দিয়েছে এই করোনা ভাইরাস
যা কঠিন শোনালেও মুখে মুখে উচ্চারিত হচ্ছে প্রতিদিন
লকডাউন, কোয়ারেন্টাইন, আইসোলেশন, ভেন্টিলেটর, পিপিই
এই ইংরেজি শব্দগুলো মানুষের রক্তের সাথে মিশে গেছে।
এ কথা দিবালোকের মতো পরিষ্কার, করোনা নামের এই অচেনা
ভাইরাসটি বিশ্ব পরিবর্তনের একটা সুক্ষ্ম ইঙ্গিত দিয়েছে
দিয়েছে পুরানোকে বদলে নতুন বিশ্ব গড়ার তাগিদ
বিশ্বভ্রাতৃত্ব স্থাপনেও প্রেরণা যুগিয়েছে এই করোনা
সব ধর্ম-গোত্র-ভাষাভাষীদের এককাতারে দাঁড় করিয়েছে
মজবুত করে দিয়েছে ঐকমত্যের ভিত, চলতে শিখিয়েছে
হাত ধারাধরি করে নির্ভীকচিত্তে।
এখন কোথাও পরিবেশ দূষণ নেই, কারখানার চিমনি থেকে
কালো ধোঁয়া নির্গত হয় না, গাড়ির হর্ন বাজে না
যানজট দেখা যায় না পৃথিবীর বড় বড় শহরগুলোতে
রাস্তাঘাট ঝকঝকে পরিষ্কার, ময়লার স্তূপও নেই কোনোখানে
দুর্গন্ধ ঠেকাতে নাকে রুমাল দিয়ে পথ চলতে হয় না।
কেউ করমর্দন ও কোলাকুলি করে না মনের ভুলেও
কথা হয় ফোনে ফোনে, দেখা হয় ভিডিও কলে
অপ্রয়োজনে কারো বাসায় কেউ বেড়াতে যায় না
করোনা ধনী-গরিব নির্বিশেষে এক মোহনায় এনে
দাঁড় করিয়ে দিয়েছে; কিন্তু আপনকে করেছে পর
তার জাদুকরী কারিশমায়।
নিয়মিত রাজনীতি গণজমায়েত জনসভা শিকেয় উঠেছে
মানুষ এখন ঘরে, পশুপাখিরা জনশূন্য রাস্তায়
সবাই শিখে গেছে কেমন করে সাবান দিয়ে হাত ধুতে হয়
কিভাবে মুখে মাস্ক লাগাতে হয়, হাতে পড়তে হয় গ্লাভস
ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীরা পিপিই পড়ে রোগীর সেবা দেয়
মানুষ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করে
একটু ভালো থাকার জন্য কতো না প্রয়াস এই মানুষের।
এখন একটা বিষয় বিশ্বের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে
করোনাতাণ্ডব শেষে পৃথিবীশাসন কার হাতে যাবে?
সাড়ে সাত শ’ কোটি মানুষকে কে দেবে নেতৃত্ব?
এক সময় আমেরিকা ছিলো বিশ্বের একক শক্তিধর রাষ্ট্র
কালের বিবর্তনে চীন রাশিয়া ভারতও চাইছে শক্তিধর রাষ্ট্রের
আলকেল্লা গায়ে দিয়ে বিশ্বের সর্বত্র ছড়ি ঘোরাতে।
আজকের এই বিপর্যয় ও হাহাকার হয়তো একদিন থাকবে না
করোনাকে প্রতিরোধ করতে সম হবে চিকিৎসাবিজ্ঞানীরা
সমস্ত জঞ্জাল দূরে সরিয়ে রেখে নবরূপে আবির্ভূত হবে পৃথিবী
‘বিজয়ী হবে মানুষ, জয় হবে মানবতার’-নির্দ্বিধায়
এই উচ্চারণটুকু আমরা করতেই পারি।

রচনাকাল : ২৫ এপ্রিল, ২০২০ খ্রি.




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১