বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কবি সেলিম বালার দেয়া কম্বল পেয়ে খুশি দুস্থরা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৫, ২০২০, ২:৫৬ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক:
মাঘ মাসের কনকেন শীতে চরম দুর্ভোগ পোহাচ্ছিলো ময়মনসিংহের গৌরীপুরের রবিদাঁস, ঋষি সম্প্রদায় সহ ছিন্নমূল দুস্থরা। কিন্তু অর্থের অভাবে তাদের শীতবস্ত্র কিংবা কম্বল কেনার সামর্থ্য ছিলোনা। পুরনো ছেঁড়া কাপড় ও খুড়-কুটো জ্বালিয়ে শীত মোকাবিলা করতো তারা।

দুস্থদের এই দুর্দশার খবর জানতে পেরে ঢাকার বাসিন্দা কবি সেলিম বালা তাদের জন্য অর্ধশতাধিক শীতের কম্বল  প্রেরণ করেন। শনিবার দুপুরে পৌর শহরের এসিক এসোসিয়েশনের কার্যালয়ে  কবি সেলিম বালার প্রতিনিধি জিল্লুর রহমান টিটু আনুষ্ঠানিক ভাবে দুস্থদের মাঝে কম্বলগুলো বিতরণ করেন।

শীতের কম্বল পেয়ে দলিত সম্প্রদায়ের দুস্থ  নারী-পুরুষের মুখে হাসি ফুটে উঠে। কেউ কেউ গাঁয়ে কম্বল জড়িয়ে একে অপরকে কেমন লাগছিলো জিজ্ঞাস করছিলো।

বাবুলাল রবিদাঁস বলেন এবার অনেক শীত পড়লেও কেউ আমাদের কম্বল দেয়নি। সেলিম ভাই আমাদের নতুন কম্বল দিয়েছেন। আমরা অনেক খুশি।

কবি সেলিম বালা বলেন, দলিত সম্প্রদায়ের দুস্থ ও ছিন্নমূল মানুষগুলো  শীত বস্ত্রের অভাবে দুর্ভোগ পোহাচ্ছিলো। আমি সামর্থ্যানুযায়ী তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। কম্বল পাওয়ার পর দুস্থদের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটাই আমার পরম পাওয়া।