বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

একুশে : অনামিকা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৯, ২০২০, ১১:১৯ অপরাহ্ণ

একুশে

অনামিকা সরকার

ইচ্ছে করে রক্তে ভেজা
রাস্তটা আচঁলে মুছি,
যেখানে ছিলো আমার
লাখো শহীদ ভাইয়েদের
রক্ত বন্যা প্লাবিত।

ইচ্ছে করে কৃষ্ণচূড়ার নিচে দাড়িয়ে শ্লোগান করি,
যেখানে আমার লাখো
শহিদ ভাইয়েরা চির নিদ্রায় যাপিত।

ইচ্ছে করে মায়ের মুখে
একাত্তরের গল্প শুনি,
যেখানে স্বাধীন আজ
বাংলাা মাতৃভূমি।।

ইচ্ছে করে ঐ দূর আকাশে
স্বাধীন পতাকা ওড়াই
একদিন য দেশ ছিলো
পাক্ বাহিনীর হাতে দখলকৃত।

ইচ্ছে করে ওদের কাছ থেকে
রাষ্ট্র ভাষার মর্যাদা ছিনিয়ে আনি।
যারা একদিন আমাদের মুখের
ভাষা কেড়ে নিয়েছিলো।

একুশ হলো আমার ভাইয়ের
রক্ত ঝরিত লাশ,
বীর শহীদদের বুকের রক্তে লালচে পূব আকাশ।।
একুশ হলো আমার ফেব্রুয়ারির
বিজয় একাত্তুর,
শাহবাগের নতুন জন্ম
প্রজন্ম চত্বর।

একুশ থাকবে যুগে যুগে
পথে পথে, ঘাটে ঘাটে
যতদিন পৃথিবী ধ্বংস না হবে
তাই বাঙ্গালির মুখে মুখে
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রæয়ারি,
আমি কি ভুলিতে পারি।