বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

একটি শীতের সকালে তোমায় খুঁজি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৭, ২০২০, ১০:৫২ পূর্বাহ্ণ

একটি শীতের সকালে তোমায় খুঁজি
অনামিকা সরকার

খুব ইচ্ছে কোন এক
শীতের সকালে তোমায় খুঁজি
প্রচন্ড কুয়াশায় আবৃত থাকবে
প্রকৃতির চারপাশ।
পথ ঘাট মাঠ বন প্রান্তর;
ঘাসগুলো শিশিরে ভেজা থাকবে
তোমায় নিয়ে ঘাসের
উপর হেঁটে পা ভিজাবো।

আমার বকা শোনার জন্য
তুমি ইচ্ছে করে গায়ে
চাদর জড়িয়ে আসবে না

আমি তোমায় বকবো
তাতে তুমি মন খারাপ করে বলবে
ঠিক আছে এমনটি ভুল হবে না।

আমি বলবো
দুর বোকা মন খারাপ করার
কিছু নেই প্রচন্ড শীতে তোমার
ঠান্ডা লাগবে যে,
প্রচন্ড শীতে
তোমায় নিয়ে একটা চায়ের দোকানে বসবো
শীতে থরথর করে কাঁপবে তুমি
একটু চায়ের কাপে চুমুক দিবে
তখন তোমার চোখে মুখে
ফুটে উঠবে প্রশান্তির ছাপা
ঠান্ডায় যখন তুমি জড়োসরো থাকবে
তখন খড়কুটো
জ¦ালিয়ে আগুন তাপাবো
তোমার বরফ হাত দুটো
আগুনের তাপে গরম হবে
এক শীতের সকালে তোমায় খুঁজি
তোমায় উষ্ণতায় আমার ভালোবাসা বলিয়ান হয়ে উঠবে
হিম কুয়াশার সকালে
শীত যেন জাকিয়ে পরেছে
পাজা করা গাছের ফাঁক দিয়ে
শিশির বিন্দুগুলো চুইয়ে পরছে
প্রকৃতির জীর্ণশীর্ন
শীতের সকালে তোমায় খুঁজি
হে প্রিয়তম, হে প্রিয়তম।