শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

উৎসবমুখর পরিবেশে গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৩, ২০২০, ১:১০ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। রোববার (২৩ ফেব্রুয়ারি/২০২০) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ১৭হাজার ৪৪২জন। প্রদত্ত ভোটের সংখ্যা ১৫হাজার ৬৩জন। অনুপস্থিত ভোটার ১৩৭৯জন। বৈধ ভোটের সংখ্যা ১৪হাজার ১৪২টি। বাতিল ভোট ৯২১টি। উপস্থিতির হার ৮৬.৩৬ভাগ। উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ, নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষন করেন।


রামগোপালপুর ইউনিয়নের নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র ছিলো স্বসস্ত্র (খেলনা অস্ত্রের) পাহারায়। কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি করে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে জেমি জাহান জুুঁই, প্রিজাইডিং অফিসার জাছিয়া সোলত্যানা মাইশ্যা সেজতি খুশি মনি, পোলিং অফিসার ছিলো জাছিয়া সুলতানা নাভাতুল নাদীয়া নোভা, সানজিদা আক্তার উর্মি। তৈরি করা হয় র‌্যাব, পুলিশ, আনসার-ভিডিপি, প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিসের কর্মী বাহিনীও। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান জানান, বিজয়ীরা হলো মোঃ সাইম, লিজা আক্তার, শারমীন আক্তার শান্তি, জান্নাতুল সাঈদ জ্যাতি, ফাহিম, সামিয়া আক্তার কাকলী, সাদিয়া সুলতানা মিম। এ বিদ্যালয়ের মোট ভোটার ৭৩জন। ভোট প্রদান করে ৬৬হন।
এ দিকে পৌর শহরের শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এ নির্বাচনকে ঘিরে ছিলো উৎসবমুখর পরিবেশ। জাতীয় নির্বাচনের আদলে ছিলো নির্বাচন পরিচালনা কমিটিও। দীর্ঘলাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট প্রদান করে। নির্বাচনে বিজয়ীরা হলো সাব্বির রহমান বিজয়, শংকদীপ বিশ^াস দীব্য, জিন্নাতুল ইসলাম জিন্নাত, তাহমিদ উল্লাহ রাদি, রাওনাফ তাইয়ান, মোঃ শাহীন মিয়া ও রুহী। গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে পোস্টারে পোস্টারে সয়লাব ছিলো পুরো আঙ্গিনা। প্রার্থীদের পক্ষে তাদের অভিভাবকরাও ভোট প্রার্থনায় নামেন। বিজয়ী হলো মাহজাবিন ফেরদৌস অপ্সরা, জেবজিৎ সরকার অর্ক, আলিফা মনি রায়া, মলয় দাস অর্পন, আবিদা ইসলাম জীম, বিজয় দাস, আব্দুল্লাহ আল রাফি। প্রধান নির্বাচন কমিশানের দায়িত্ব পালন করে মাইশা তাবাসুম জেসি।


অপরদিকে অচিন্তপুর ইউনিয়নের সিংরাউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিলো রঙিনভাবে সাজানো। বিদ্যালয় মাঠে সাজানো হয় বেলুনের তোরণ। প্রার্থী আর ভোটাররা দীর্ঘলাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। চান্দের সাটিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয়ীরা হলো আব্দুর রহমান আল আশিক, সুমাইয়া আক্তার, ইমরুল কায়েস রায়ান, নাদিয়া আক্তার, এস.এম জোবায়েদ, জান্নাতুল ফেরদৌস শিমু, জান্নাতুল ফেরদৌসি, সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয়ীরা হলো কাশফিয়া মুনচাঁদ, আরিফা আক্তার স্মৃতি, নিশাত, আশামনি, সাদিয়া আক্তার, ওমর ফারুক সোয়াদ। গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয়ী হলো মিজানুর রহমান, সিনহা, আশিকুর রহমান, আনিকা ইসলাম, মোস্তাকিম, মাসুম বিল্লাহ, মাহিমা আক্তার।