বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

উলিপুরে অসহায় মানুষের মাঝে ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ আগস্ট, ২০২২
রনবীর রায় রাজ || জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম৷
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৩, ২০২২, ৯:০৬ অপরাহ্ণ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার অসহায় মানুষের মাঝে ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ করেছেন পুলিশ সুপার, কু্ড়িগ্রাম (অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতিপ্রাপ্ত) সৈয়দা জান্নাত আরা।

শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উলিপুর থানা চত্বরে পুলিশ সুপারের উদ্যোগে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহায়তায় রবিদাস সম্প্রদায়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে প্রতিজনকে চাল ৫ কেজি, চিড়া ২ কেজি, ডাল ২ কেজি, আটা ২ কেজি, তেল ২ লিটার, লবন ১ কেজি করে বিতরণ করা হয়। বিতরণের সময় পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তার উপহার হিসেবে ৫ জন অসহায় নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।

অনুৃষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল, জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ‍্যান্ড অপস্) জনাব সুশান্ত চন্দ্র রায়, অফিসার ইনচার্জ উলিপুর থানা,জনাব মোঃ ইমতিয়াজ কবির, সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।