শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

উগ্রবাদ থেকে ৯ তরুণ-তরুণীকে পরিবারে ফেরাল র‌্যাব

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২, ২০২৩, ৮:৪৪ অপরাহ্ণ

উগ্রবাদে যোগ দেওয়ার পর নিজেদের ভুল বুঝতে পারা ৯ তরুণ-তরুণী পরিবারে ফিরেছেন। আজ সোমবার দুপুরে র‌্যাব সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

র‌্যাব জানায়, ‘দুনিয়া কিয়ে মুসাফির’ নামে একটি ফেসবুক গ্রুপে যুক্ত হয়েছিলেন ওই তরুণ-তরুণীরা। দেশের বিভিন্ন এলাকার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা। গ্রুপটিতে ধর্মীয় দীক্ষার নামে তাদের উগ্রবাদী ধারার প্রতি উদ্বুদ্ধ করা হয়। একপর্যায়ে তাদের যুক্ত করা হয় অনলাইন যোগাযোগের আরেক মাধ্যম টেলিগ্রামের একটি গ্রুপে। সেখানেও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একপর্যায়ে তাদের পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়।

হিজরতের নামে ঘর ছেড়ে ৯ তরুণ-তরুণী একপর্যায়ে রাঙামাটি পৌঁছেও যান। সেখানে পরিবেশ না পেয়ে ফিরে এসেছিলেন চট্টগ্রামে। সেখান এক তরুণী অসুস্থ হলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। এর মধ্যে তাদের খবর পেয়ে নয়জনকে নিজেদের হেফাজতে নেয় র‌্যাব।

‘নবদিগন্তের পথে’ শিরোনামে র‌্যাবের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। তিনি ৯ তরুণ-তরুণীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বই উপহার দেন। পাশাপাশি তাঁদের নগদ অর্থসহায়তা দেন তিনি।

র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, ‘অনেক তরুণ-তরুণী ধর্মের ভুল ব্যাখ্যায় উদ্বুদ্ধ হয়ে উগ্রবাদের পথে পা বাড়াচ্ছেন। সন্তানেরা যেন ভুল পথে পা না বাড়ান, সেজন্য সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ এবং মা–বাবাকে সন্তানের প্রতি যত্নবান হতে হবে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কামরুল আহসান ও  অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ হোসেন। সভাপতিত্ব করেন র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান। ‘নবদিগন্তের পথে’ অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন ঢাকার উত্তরার জামিয়া আরাবিয়া বায়তুসসালাম মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি মানসুর আহমাদ।