বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ -|- ১৪ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে ২৪ দোকান আগুনে পুড়ে ভস্মিভূত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মার্চ, ১৫, ২০২২, ৬:৫৭ অপরাহ্ণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আঠারবাড়ী রায়ের বাজারে ২৪টি দোকান আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। সোমবার রাত ১২টার দিকে বাজারের চুড়ি মহালে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রায়ের চুড়ি মহালে কসমেটিক্স ও খেলনার পাইকারি দোকানে মালামাল ভর্তি থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

পুড়ে যাওয়া ঘরের মালিক আবু সিদ্দিক জানান, রাত ১২টার কিছু আগে আগুন লাগার সংবাদ পাই। এসে দোকানের মালামাল বের করতে পারিনি। দোকানে প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় চোখের সামনে।

আঠারবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবের আলম কবীর রুপক জানান, ২৪টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। বেশির ভাগ দোকানই পাইকারী ব্যবসায় নিয়োজিত ছিল। এসব ঘরে প্রায় ৩ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে বিনষ্ট হয়েছে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, বিদ্যুৎ থেকে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় কিন্তু প্রায় তিন ঘন্টা ব্যাপি চেষ্টা করে আগুন নেভানো হয়।