বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন মেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মার্চ, ১, ২০২২, ৭:৫১ অপরাহ্ণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসাণমূলক প্রকল্পের আওতায় মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রাণিসম্পদ বিভাগ চত্বরে মেলা উপলক্ষ্যে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে মেলার স্টল গুলোতে ব্লাক বেঙ্গল জাতের ছাগল খামারীরা অংশগ্রহণ করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাদাত মোঃ সায়েম সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন, বক্তব্য রাখেন ভেটেনারারী র্সাজন ডা. অমিত দত্ত প্রমুখ। মেলায় পাঠা পালন কারী এবং ছাগল পালন কারী দু’খামারীকে টিভি পুরস্কৃত করা হয়। এছাড়াও অংশগ্রহণ কারী খামারীদের মাঝে নগদ টাকা, ছাগলের খাবার, পানির পাত্র, খাবারের পাত্র, কৃমিনাশক ঔষধ, ভ্যাকসিনেশন প্রদান করা হয়।