শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ১৭, ২০২২, ৭:৫৩ অপরাহ্ণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, পৌরসভা, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দিনব্যাপী কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো, সকালে বঙ্গবন্ধুর মোডালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কেক কাটা, বাদ যোহর মসজিদ গুলোতে বিশেষ মোনাজাত, অন্যান্য ধর্মী প্রতিষ্ঠানে প্রার্থন, উন্নয়ন মেলা উদ্বোধন, ও আলোচানা সভা। উপজেলা পরিষদ চত্বরে ইউএনও হাফিজা জেসমিনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর আত্মজীবনী মুলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুুদ হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, মাহমুদা হাসান পলি, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন, বজলুর রহমান, কৃষিবিষয়ক সম্পাদক আবুল মুনসুর, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুবলীগ সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঞা সুমন প্রমুখ।