বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোর বলাৎকারের শিকার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মে, ১২, ২০২২, ৭:৪৫ অপরাহ্ণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে আব্দুর রহিম (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতিবন্ধী কিশোরের বাবা। জারা যায়, প্রতিবন্ধী কিশোর উপজেলার বড়হিত ইউনিয়নের পস্তারী গ্রামের মুনসুর আলীর ছেলে। অভিযুক্ত আব্দুর রহিম একই ইউনিয়নের পুরাহাতা গ্রামের বাসিন্দা। ওই প্রতিবন্ধী কিশোরকে প্রায় সময়েই শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য কু-প্রস্তাব দিতো আব্দুর রহিম। শনিবার (৭মে) অভিযুক্ত আব্দুর রহিম খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়ির কক্ষে নিয়ে যায় ওই কিশোরকে। এক পর্যায়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে জোর করে বলাৎকার করে ওই প্রতিবন্ধী কিশোরকে।

স্থানীয়রা জানান, আব্দুর রহিম আগেও এ ধরনের কয়েকটি কাজ করেছে ছেলেদের প্রতি সে আসক্তি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, এ বিষয়ে সকালে মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা এবং জবানবন্দি রেকর্ডের জন্য ময়মনসিংহে প্রেরণ করা হয়।