শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৭, ২০২০, ৪:২৪ অপরাহ্ণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসাধীন থেকে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তির নাম রহমত উল্লাহ (৪০)। তিনি উপজেলার বড়হিত ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের রফিকুলের ছেলে।

মঙ্গলবার সকালে মৃত ব্যক্তির বড়ভাই হেদায়েত উল্লাহ জানান, তিন দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন রহমত উল্লাহ। রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

তার ভাইয়ের মৃত্যুর কারণ নির্ণয়ে চিকিৎসকরা নমুনা সংগ্রহ করেছেন। আজ এর রিপোর্ট পাওয়ার পর মরদেহ দেয়া হবে। বর্তমানে ভাইয়ের মরদেহ একই হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এ সম্পর্কে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান জানান, মরদেহ মমেকের হিমঘরে রাখা হয়েছে। মৃত ব্যক্তির নমুনার রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে।