বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে ওষুধ কোম্পানির কর্মী করোনায় আক্রান্ত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৮, ২০২০, ৯:৫২ অপরাহ্ণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জে ওষুধ কোম্পানির এক কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের করোনা ইউনিট ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে পজিটিভ ধরা পড়ে।

ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাকনহাটি গ্রামের বাসিন্দা ৪০ বছর বয়সী ওই ব্যক্তি জেনারেল ফার্মাসিউটিক্যালের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেন।

মঙ্গলবার ৮ জনের নমুনা পাঠানো হলে ওষুধ কোম্পানির ডেলিভারি ম্যানের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

মঙ্গলবার রাত পৌনে ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুরুল হুদা খান। তিনি বলেন, আক্রান্ত ব্যক্তি ময়মনসিংহ শহরে অবস্থান করেন। তাকে ময়মনসিংহের এসকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সেই সাথে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে।

করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, মঙ্গলবার শনাক্ত হওয়া ২ জনসহ এ উপজেলায় ৯ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বেশ কিছু নমুনা পরীক্ষার জন্য জমা রয়েছে।