শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে অধিক মূল্যে অবৈধভাবে সার বিক্রি ডিলারসহ তিনজনের জরিমানা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ আগস্ট, ২০২২
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ৷
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৯, ২০২২, ৮:২৬ অপরাহ্ণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে অধিক মূল্যে সার বিক্রির দায়ে বিসিআইসির ডিলারসহ তিন জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার অধিক মূল্যে সার বিক্রির অভিযোগে উপজেলার বড়হিত ইউনিয়নের নশতি বাজারে বিসিআইসি ডিলার গোপাল এন্টারপ্রাইজ কে দশ হাজার, সাব ডিলার শামছুলের দোকানের জুয়েলকে দশ হাজার ও কাঁঠাল বাজারের তাহের উদ্দিনের দোকানে পাঁচ হাজার এবং এরশাদুলকে দশ হাজার মোট পায়ইত্রিশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন।

উল্লেখ্য অসাধু ব্যবসায়ীরা সারের কৃত্রিম সংকট দেখিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার গুলোতে অধিক মূল্যে সার বিক্রি করায় কৃষকরা বাধ্য হয়ে সার ক্রয় করতে হচ্ছে।