শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জের উচাখিলা ও রাজিবপুর ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন!

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৬, ২০২০, ৪:২৪ অপরাহ্ণ
রিয়াদুজ্জামান, ঈশ্বরগঞ্জ থেকে :

ঈশ্বরগঞ্জের উচাখিলা ও রাজিবপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে ইজারা শেষ হওয়ার পরেও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। ২৬ এপ্রিল রবিবার সরেজমিন দেখা যায় চারটি নৌকার মধ্যে সেলু ইঞ্জিন ও ড্রেজার বসিয়ে বালু উত্তোলন চলছে। বালু উত্তোলনের পর বিশাল বালু পাহাড় তৈরি করেছে নদের তীরবর্তী এলাকায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৪২৬ বঙ্গাব্দ পর্যন্ত ইজারা ছিল আবুল বাশার মিয়ার নামে, ইজারার মেয়াদ শেষ হওয়ার পরে আবুল বাশার এর সাথে রাজীবপুর উচাখিলা ইউনিয়ন এর অন্তত ১০ জনের প্রভাবশালী সিন্ডিকেট তৈরি করে দুটি ইউনিয়নের বালিপাড়া মরিচারচর, বটতলা, চর রামমোহন, ভাটি চর নওপাড়া, লটিয়ামারি এলাকায় বালুরঘাট তৈরি করে বালু উত্তোলনের মহাৎসব চলছে।

প্রতিদিন রাতে ১০টি টাটা ট্রাক প্রায় ২৫টি ট্রাক্টর দিয়ে ১৫/২০ হাজার ঘনফুট বালু পাচার করছে অবৈধ দখলদার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়েছে এলাকাবাসীর পক্ষে।