বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ -|- ১৪ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

আষাঢ়ে : অনামিকা সরকার

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুন, ২০২২
অনামিকা সরকার || কবি
  • প্রকাশিত সময় : জুন, ১৮, ২০২২, ১০:০৪ পূর্বাহ্ণ

আষাঢ়ের বাদল ঝরে
ক্ষনে ক্ষনে বেগে
সারা আকাশ ছেয়ে
ধূসর কালো মেঘে। ☁
একটু পর পর,
ছিটে ছিটে বৃষ্টি।
হৃদয়ে দোলা দেয়
প্রকৃতির নিদারুণ সৃষ্টি।।
এমন বাদল দিনে
মনের সাথে লুটোপুটি,
ঝিরিঝিরি ঝরছে দারুণ
কি চমৎকার বৃষ্টি।
পুকুর ডোবা মাঠঘাট
ভরে গেছে কানায় কানায়,
ব্যাঙগুলো সব গান ধরেছে
বৃষ্টি থামার নেইকো উপায়।
আষাঢ়ে বাদল নামে
ফোটে কদম্ব ফুল
খালে বিলে ফোটে
শাপলা শালুক আর কমল।
সারাদিন অবিরাম
ঝরে টুপটাপ
এমন সুন্দর বাহার
আষাঢ়ের রুপ।