বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ -|- ১৪ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

আমেরিকা মহাদেশে করোনা ভাইরাস বিস্তারে রেকর্ড

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২০, ২০২২, ১১:২৪ পূর্বাহ্ণ

আমেরিকা মহাদেশে বিশেষ করে উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রাজিলে অতীতের যেকোনো সময়ের চেয়ে দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ।

গত এক সপ্তাহে নতুন করে ৭২ লাখ কোভিড রোগী শনাক্ত হয়েছে এ অঞ্চলে। এতে ১৫ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় হাসপাতালে কোভিড রোগীদের ভিড় বাড়ছে।

প্যান অ্যামেরিকান হেলথ অরগানাইজেশন (পিএএইচও) এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক ক্যারিসা এটাইন বুধবার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে সক্রিয়ভাবে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসটি।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ১ লাখ ৩৭ হাজার ১০৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। মহামারি শুরুর পর এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল গত বছরের জুনে। ওই সময় শনাক্ত ছিল ১ লাখ ১৫ হাজার ২২৮ জন।

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যার হিসেবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।